নিউজ ডেস্কঃ আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল-১ আজ বৃহস্পতিবার ডিজিএফআইয়ের জয়েন্ট ইন্টারোগেশন সেলে (জেআইসি) ২৬ জনকে গুম ও নির্যাতনের মামলার বিচার শুরু করার আদেশ দিয়েছে। তিন সদস্যের বেঞ্চের নেতৃত্বে ছিলেন বিচারপতি গোলাম মর্তুজা মজুমদার।
মামলার অভিযোগে বলা হয়েছে, আওয়ামী লীগের গত ১৫ বছরের শাসনের সময় জেআইসি সেলে শতশত মানুষকে আটক রেখে নির্যাতন করা হয়েছে। অভিযোগে আসামিদের মধ্যে সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা ও তার প্রতিরক্ষা বিষয়ক উপদেষ্টা মেজর জেনারেল (অব.) তারিক আহমেদ সিদ্দিকসহ ১১ জন সাবেক ও বর্তমান সেনা কর্মকর্তা রয়েছেন। রাষ্ট্রপক্ষ জানিয়েছে, নির্যাতনের পর ২৬ জনকে মুক্তি দেওয়া হয়।
শুনানিতে প্রসিকিউশন উল্লেখ করেছে, সকল গুমের নির্দেশনা মূলত শেখ হাসিনার থেকে আসত এবং তা বাস্তবায়ন করতেন সেনা কর্মকর্তারা। মামলায় শেখ হাসিনাসহ অন্য পলাতক আসামিদের মধ্যে রয়েছেন সাবেক ডিজিএফআই প্রধান মেজর জেনারেল (অব.) মোহাম্মদ আকবর হোসেন, লে. জেনারেল (অব.) মো. সাইফুল আলম, মেজর জেনারেল তাবরেজ শামস চৌধুরী, মেজর জেনারেল হামিদুল হক, মেজর জেনারেল তৌহিদুল ইসলাম, মেজর জেনারেল কবির আহাম্মদ ও লে. কর্নেল (অব.) মখসুরুল হক।
আদালত অভিযোগ গঠনের শুনানি শেষ করার পর আজ এই আদেশ দেন।

Leave a Reply