হোম / অপরাধ
অপরাধ

র‍্যাবের অভিযানে বিপুল পরিমাণ মাদকসহ নারী গ্রেপ্তার

প্রকাশ: ১৭ জানুয়ারি ২০২৬, ১২:২২ পূর্বাহ্ণ পড়া হয়েছে: ৪৪ বার

 

লালমনিরহাট প্রতিনিধি

লালমনিরহাটে র‍্যাব-১৩ এর অভিযানে বিপুল পরিমাণ অবৈধ মাদকসহ এক নারী মাদকব্যবসায়ীকে গ্রেপ্তার করা হয়েছে। এ সময় তার কাছ থেকে ৫৪২ বোতল বিভিন্ন ধরনের ফেনসিডিলজাতীয় মাদক উদ্ধার করা হয়।

শুক্রবার এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানিয়েছে র‍্যাব। 

র‍্যাব জানায়, বৃহস্পতিবার (১৬ জানুয়ারি) রাত দেড়টার দিকে গোপন সংবাদের ভিত্তিতে র‍্যাব-১৩, আদিতমারীর ভেলাবাড়ি ইউনিয়নের ৬ নম্বর ওয়ার্ডের তালুক দুলালী মহিষতুলী গ্রামে অভিযান চালায়। অভিযানে ওই গ্রামের বাসিন্দা মোছাঃ আয়না বেগম (৪০)কে তার নিজ বসতবাড়ি থেকে গ্রেপ্তার করা হয়।  এসময়  শয়নকক্ষে তল্লাশি চালিয়ে খাটের নিচে রাখা দুটি সাদা প্লাস্টিকের বস্তা থেকে ৩১১ বোতল এসকাফ (ESKuf), ৯৮ বোতল ফেনসিডিল (Phensedyl) ও ১৩৩ বোতল ফেয়ারডিল (Fairdyl) উদ্ধার করা হয়। উদ্ধারকৃত মাদকের মোট পরিমাণ ৫৪২ বোতল।

গ্রেপ্তারকৃত আয়না বেগম ও তার স্বামী মোঃ সমির উদ্দিন ওরফে সমু দীর্ঘদিন ধরে লালমনিরহাট জেলার বিভিন্ন অজ্ঞাতনামা ব্যক্তির কাছ থেকে ফেনসিডিলজাতীয় মাদক সংগ্রহ করে দেশের বিভিন্ন স্থানে সুকৌশলে সরবরাহ ও বিক্রি করে আসছিলেন। তারা মাদক পরিবহন ও ব্যবসার ক্ষেত্রে বিভিন্ন অভিনব কৌশল ব্যবহার করতেন বলেও জানায় র‍্যাব।

গ্রেপ্তারকৃত আসামির বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইন, ২০১৮ এর সংশ্লিষ্ট ধারায় মামলা দায়ের পূর্বক জব্দকৃত আলামতসহ তাকে আদিতমারী থানায় হস্তান্তর করা হয়েছে। মাদকের বিরুদ্ধে জিরো টলারেন্স নীতি বাস্তবায়নে র‍্যাব-১৩ এর অভিযান ও গোয়েন্দা তৎপরতা অব্যাহত থাকবে বলেও জানানো হয়।

বিজ্ঞাপন

মন্তব্য

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

error: Content is protected !!