ভূরুঙ্গামারী (কুড়িগ্রাম) প্রতিনিধি :
কুড়িগ্রামের ভূরুঙ্গামারীতে বেসরকারি সাহায্য সংস্থা স্পেস টু লিড-এর উদ্যোগে প্রকল্প অবহিতকরণ সভা অনুষ্ঠিত হয়েছে। মঙ্গলবার (২০ জানুয়ারি) উপজেলা পরিষদ সভাকক্ষে এ সভার আয়োজন করা হয়।
সভায় সভাপতিত্ব করেন উপজেলা নির্বাহী অফিসার শাহাদাৎ হোসেন। এসময় উপস্থিত ছিলেন উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. এএসএম সাজ্জাদ, ভূরুঙ্গামারী থানার অফিসার ইনচার্জ আজিম উদ্দিন, যুব উন্নয়ন কর্মকর্তা ময়দান আলীসহ বিভিন্ন দপ্তরের কর্মকর্তা ও সংশ্লিষ্ট ব্যক্তিবর্গ।
অনুষ্ঠানে প্রকল্পের মূল প্রবন্ধ উপস্থাপন করেন অপরাজেয় বাংলার পরিচালক হুমায়ুন কবির। এছাড়া সংস্থার পরিচিতি, লক্ষ্য ও উদ্দেশ্য তুলে ধরেন প্রকল্প সমন্বয়কারী ফিরোজ আহমেদ এবং নির্বাহী পরিচালক শিরিন আক্তার আশা।
বক্তারা জানান, স্পেস টু লিড প্রকল্পটি কিশোর ও তরুণদের অধিকার চর্চায় সক্ষমতা বৃদ্ধি, লিঙ্গসমতা প্রতিষ্ঠা এবং সহিংসতা প্রতিরোধে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে। প্রকল্পটি ভূরুঙ্গামারী উপজেলার তিলাই, ভূরুঙ্গামারী ও জয়মরিহাট ইউনিয়নে বাস্তবায়ন করা হবে।
উল্লেখ্য, অপরাজেয় বাংলা, পার্টনার ইন হেলথ অ্যান্ড ডেভেলপমেন্ট এবং আসমানী ফাউন্ডেশনের সহযোগিতায়, সুইডিস সরকার ও সুইডিস ইন্টারন্যাশনাল ডেভেলপমেন্ট কো-অপারেশন এজেন্সির অর্থায়নে এবং প্ল্যান ইন্টারন্যাশনাল বাংলাদেশের তত্ত্বাবধানে স্পেস টু লিড প্রকল্পের এ অবহিতকরণ সভা অনুষ্ঠিত হয়।
কুড়িগ্রাম
ভূরুঙ্গামারীতে স্পেস টু লিড প্রকল্পের অবহিতকরণ সভা অনুষ্ঠিত
প্রকাশ: ২০ জানুয়ারি ২০২৬, ০৫:৩৬ অপরাহ্ণ
পড়া হয়েছে: ৪ বার
বিজ্ঞাপন

Leave a Reply