নাগেশ্বরী (কুড়িগ্রাম) প্রতিনিধিঃ
কুড়িগ্রামের নাগেশ্বরী উপজেলার বল্লভেরখাস ইউনিয়ন বিএনপির উদ্যোগে দলের প্রতিষ্ঠাতা চেয়ারম্যান ও সাবেক রাষ্ট্রপতি শহীদ জিয়াউর রহমানের ৯০তম জন্মবার্ষিকী উপলক্ষে দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে।
মঙ্গলবার (১৯ জানুয়ারি) বল্লভেরখাস ইউনিয়ন বিএনপির আয়োজনে অনুষ্ঠিত দোয়া মাহফিলে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কুড়িগ্রাম-১ আসনের সাবেক সংসদ সদস্য এবং বিএনপির জাতীয় নির্বাহী কমিটির সদস্য আলহাজ্ব সাইফুর রহমান রানা।
অনুষ্ঠানে সভাপতিত্ব করেন বল্লভেরখাস ইউনিয়ন বিএনপির আহ্বায়ক আলহাজ্ব আজিজুর রহমান। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কেদার ইউনিয়ন বিএনপির সাধারণ সম্পাদক আনিছুর রহমান তোলা ব্যাপারী।
এছাড়াও বল্লভেরখাস, কেদার ও কচাকাটা ইউনিয়ন বিএনপি এবং দলের বিভিন্ন অঙ্গ ও সহযোগী সংগঠনের নেতাকর্মীরা দোয়া মাহফিলে অংশগ্রহণ করেন।
দোয়া মাহফিলে শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের রুহের মাগফিরাত কামনা করা হয়। একই সঙ্গে দেশের শান্তি, গণতন্ত্র ও জনগণের সার্বিক কল্যাণ কামনায় বিশেষ দোয়া অনুষ্ঠিত হয়।
কুড়িগ্রাম
নাগেশ্বরীতে শহীদ জিয়াউর রহমানের ৯০তম জন্মবার্ষিকী উপলক্ষে দোয়া মাহফিল অনুষ্ঠিত
প্রকাশ: ১৯ জানুয়ারি ২০২৬, ০৯:৩৭ অপরাহ্ণ
পড়া হয়েছে: ৩ বার
বিজ্ঞাপন

Leave a Reply