হোম / অপরাধ
অপরাধ

ধামইরহাট সীমান্তে ১৪ বিজিবির অভিযান: ৪ চোরাকারবারীসহ ৬টি ভারতীয় মহিষ আটক

প্রকাশ: ৪ জানুয়ারি ২০২৬, ১১:৫০ অপরাহ্ণ পড়া হয়েছে: ৮২৭ বার


নওগাঁ প্রতিনিধি:
নওগাঁর ধামইরহাট সীমান্ত এলাকায় ১৪ ব্যাটালিয়ন বিজিবির অভিযানে চারজন চোরাকারবারীসহ ছয়টি ভারতীয় মহিষ আটক করা হয়েছে। এ সময় একটি ইঞ্জিনচালিত ভটভটি গাড়ি ও চারটি মোবাইল ফোনও জব্দ করা হয়। আটককৃত মালামালের আনুমানিক বাজারমূল্য ২২ লাখ ২৩ হাজার ৪০০ টাকা বলে জানিয়েছে বিজিবি।
বিজিবি সূত্রে জানা যায়, শনিবার (৪ জানুয়ারি) সকাল ৮টার দিকে বস্তাবর বিওপির টহল কমান্ডার নায়েক মো. এরশাদ আলীর নেতৃত্বে একটি বিশেষ টহল দল সীমান্ত পিলার ২৬৩/৪-এস থেকে আনুমানিক পাঁচ কিলোমিটার বাংলাদেশের অভ্যন্তরে নওগাঁ জেলার ধামইরহাট থানার বিহারীনগর এলাকায় অভিযান পরিচালনা করে। অভিযানের সময় ভারত থেকে অবৈধভাবে আনা ছয়টি মহিষসহ চোরাচালানে জড়িত চারজনকে হাতেনাতে আটক করা হয়।
আটককৃতরা হলেন— মো. রাশেদুল ইসলাম (২৬), পিতা মো. খায়রুল ইসলাম; মো. জহুরুল ইসলাম (৪০), পিতা মো. মেহের আলী, গ্রাম জোতমাহমুদপুর; মো. হুমায়ুন কবির (৩৮), পিতা মৃত গিয়াস উদ্দিন; এবং মো. তরিকুল ইসলাম (৩৫), পিতা মো. বেল্লাল হোসেন, গ্রাম শাহপুর। সবাই ধামইরহাট থানা এলাকার বাসিন্দা।
বিজিবি জানায়, গবাদিপশুসহ আটককৃত চোরাকারবারীদের বিরুদ্ধে প্রয়োজনীয় আইনানুগ ব্যবস্থা গ্রহণের প্রক্রিয়া চলমান রয়েছে এবং মামলা দায়েরপূর্বক তাদের ধামইরহাট থানায় পুলিশের কাছে হস্তান্তর করা হবে।
এ বিষয়ে পত্নীতলা ব্যাটালিয়নের অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল মো. আব্দুল্লাহ আল মামুন, পিএসসি জানান, নওগাঁ ও জয়পুরহাট সীমান্ত এলাকায় গরু ও মাদক পাচার, অবৈধ সীমান্ত পারাপার এবং চোরাচালান রোধে বিজিবির সর্বাত্মক অভিযান অব্যাহত থাকবে।

বিজ্ঞাপন

মন্তব্য

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

error: Content is protected !!