হোম / কুড়িগ্রাম
কুড়িগ্রাম

ঢাকার ১৩ আসনে মনোনয়ন যাচাই শেষ: বৈধ ১১৯, বাতিল ৫৪

প্রকাশ: ৩ জানুয়ারি ২০২৬, ১১:৫৮ অপরাহ্ণ পড়া হয়েছে: ১৮৫০৩ বার


নিজস্ব প্রতিবেদক:
আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে ঢাকার ১৩টি সংসদীয় আসনে দাখিল করা ১৭৪টি মনোনয়নপত্রের মধ্যে ১১৯ জন প্রার্থীর মনোনয়নপত্র বৈধ ঘোষণা করেছে নির্বাচন কমিশন (ইসি)। নানা ত্রুটি ও আইনি কারণে ৫৪ জন প্রার্থীর মনোনয়নপত্র বাতিল করা হয়েছে। এছাড়া একটি মনোনয়নপত্র স্থগিত রাখা হয়েছে।
শনিবার (৩ জানুয়ারি) সন্ধ্যায় ঢাকা বিভাগীয় কমিশনার শরফ উদ্দিন আহমদ চৌধুরী এ তথ্য নিশ্চিত করেন। তিনি জানান, নির্ধারিত সময়সূচি অনুযায়ী ঢাকার আসনগুলোর মনোনয়নপত্র যাচাই-বাছাই কার্যক্রম সম্পন্ন হয়েছে।
ইসি সূত্রে জানা গেছে, ঢাকার মোট ২০টি সংসদীয় আসনে শেষদিন পর্যন্ত ২৪৮ জন প্রার্থী মনোনয়নপত্র দাখিল করেন। এর মধ্যে শনিবার ঢাকা বিভাগীয় কমিশনার, ঢাকা আঞ্চলিক নির্বাচন কর্মকর্তা ও ঢাকা জেলা প্রশাসকের কার্যালয়ে দায়িত্বপ্রাপ্ত তিনজন রিটার্নিং কর্মকর্তার মাধ্যমে আসনভিত্তিক মনোনয়নপত্র যাচাই-বাছাই করা হয়।
যেসব আসনে প্রার্থীদের মনোনয়নপত্র বাতিল হয়েছে, সেগুলোর মধ্যে রয়েছে—
ঢাকা-২ আসনে বাংলাদেশ জামায়াতে ইসলামীর মনোনীত প্রার্থী আব্দুল হক।
ঢাকা-৩ আসনে স্বতন্ত্র প্রার্থী মোজাদ্দেদ আলী বাবু ও মোহাম্মদ রিয়াজ উদ্দিন এবং জাতীয় পার্টির প্রার্থী মো. ফারুক।
ঢাকা-৯ আসনে স্বতন্ত্র প্রার্থী ও জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) সাবেক নেত্রী তাসনিম জারা।
ঢাকা-১৩ আসনে স্বতন্ত্র প্রার্থী শেখ মো. রবিউল ইসলাম, গণঅধিকার পরিষদের মিজানুর রহমান, বাংলাদেশ মুসলিম লীগের শাহরিয়ার ইফতেখার, বাংলাদেশ সমাজতান্ত্রিক দলের মো. খালেকুজ্জামান এবং আমজনতার দলের প্রার্থী রাজু আহমেদ।
ঢাকা-১৫ আসনে বাংলাদেশের কমিউনিস্ট পার্টির (সিপিবি) আহাম্মদ সাজেদুল হক রুবেল, বাংলাদেশ সুপ্রিম পার্টির মোবারক হোসেন ও স্বতন্ত্র প্রার্থী তানজিল ইসলাম।
ঢাকা-১৮ আসনে স্বতন্ত্র প্রার্থী মহিউদ্দিন রনি।
নির্বাচন কমিশন জানিয়েছে, যেসব প্রার্থীর মনোনয়নপত্র বাতিল হয়েছে তারা আগামী ৫ থেকে ৯ জানুয়ারির মধ্যে ইসিতে আপিল করতে পারবেন। আপিল নিষ্পত্তি করা হবে ১০ থেকে ১৮ জানুয়ারির মধ্যে। আপিল শেষে চূড়ান্ত প্রার্থী তালিকা প্রকাশ করা হবে বলে জানিয়েছে ইসি।

বিজ্ঞাপন

মন্তব্য

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

error: Content is protected !!