খুলনা প্রতিনিধিঃ
খুলনায় নির্বাচনকালীন সাংবাদিকতা বিষয়ক দুই দিনব্যাপী প্রশিক্ষণ কর্মশালার সমাপনী সোমবার (১৯ জানুয়ারি) অনুষ্ঠিত হয়েছে। অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্য দেন খুলনার অতিরিক্ত বিভাগীয় কমিশনার (উন্নয়ন) মুহাম্মদ আসাদুল হক।
প্রধান অতিথি তার বক্তব্যে বলেন, “সাংবাদিকদের লেখনীর মাধ্যমে জনগণকে সচেতন করা এবং সঠিক প্রার্থী নির্বাচনে উদ্বুদ্ধ করা সম্ভব। অন্যায়, দুর্নীতি, অনিয়ম ও অত্যাচারের তথ্য সাহসিকতার সঙ্গে প্রকাশ করলে প্রশাসনের পক্ষ থেকেও কার্যকর ব্যবস্থা গ্রহণ সহজ হয়।”
দুই দিনব্যাপী এ কর্মশালায় রিসোর্স পার্সন হিসেবে উপস্থিত ছিলেন দৈনিক আমার দেশ–এর ডেপুটি এডিটর সুলতান মাহমুদ বাদল, ফ্রিল্যান্স সাংবাদিক জিয়াউর রহমান এবং সাংবাদিক ও শিক্ষক নাজিয়া আফরিন মনামী। অনুষ্ঠান সঞ্চালনা করেন পিআইবির সানোয়ার সাইদ শাহীণ।
সমাপনী অনুষ্ঠানে আরও বক্তব্য রাখেন খুলনা প্রেসক্লাবের আহ্বায়ক এনামুল হক, সদস্য সচিব রফিউল ইসলাম, মেট্রোপলিটন সাংবাদিক ইউনিয়ন খুলনার সভাপতি মো. রাশিদুল ইসলাম এবং সাধারণ সম্পাদক আব্দুর রাজ্জাক রানা।
নগরের সার্কিট হাউসের সম্মেলন কক্ষে অনুষ্ঠিত প্রশিক্ষণে খুলনার প্রিন্ট, ইলেকট্রনিক ও অনলাইন মিডিয়ার ৫০ জন সাংবাদিক অংশ নেন। এছাড়া খুলনা প্রেসক্লাবের হুমায়ুন কবীর বালু মিলনায়তনে জেলার ৯টি উপজেলার ৪৫ জন সাংবাদিকের জন্য পৃথক কর্মশালা আয়োজন করা হয়।
অনুষ্ঠানের শেষপর্বে প্রধান অতিথি প্রশিক্ষণার্থীদের হাতে সনদপত্র তুলে দেন।
কুড়িগ্রাম
খুলনায় নির্বাচনকালীন সাংবাদিকতা বিষয়ক দুই দিনব্যাপী কর্মশালার সমাপনী
প্রকাশ: ১৯ জানুয়ারি ২০২৬, ১১:০০ অপরাহ্ণ
পড়া হয়েছে: ২ বার
বিজ্ঞাপন

Leave a Reply