শফিকুল ইসলাম শফি, স্টাফ রিপোর্টারঃ
কুড়িগ্রামের নাগেশ্বরী ২নং সরকারি প্রাথমিক বিদ্যালয়ের পঞ্চম শ্রেণির শিক্ষার্থী আররার হাসিন দিদার দুটি বিষয়ে জাতীয় পর্যায়ের পুরস্কার অর্জন করেছে।
গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের প্রধান উপদেষ্টার পক্ষ থেকে প্রদান করা হয়েছে দুই হাজার চব্বিশ এর জাতীয় পর্যায়ে শাপলা কাব অ্যাওয়ার্ড।
দিদারের হাতে অ্যাওয়ার্ড তুলে দেন প্রধান অতিথি মোঃ শহিদুল ইসলাম, এনডিসি, বিভাগীয় কমিশনার (অতিরিক্ত সচিব) রংপুর।
এছাড়াও জাতীয় পর্যায়ে জুলাই শহীদ স্মরণে ট্যালেন্ট সার্চের প্রতিযোগিতায় কুইজে প্রথম স্থান অধিকার করায় তাকে পুস্কৃত করেন গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের জনপ্রশাসন মন্ত্রণালয়ের সিনিয়র সচিব ও অন্তর্বর্তীকালীন সরকারের মান্যবর উপদেষ্টা মোঃ এনামুল হক। দিদারের বাবা আব্দুর রাজ্জাক, সার্কেল অ্যাডজুটান্ট, বাংলাদেশ আনসার ও ভিডিপি। মা সহকারী শিক্ষক ও কাব স্কাউট ইউনিট লিডার নাগেশ্বরী ২নং সরকারী প্রাথমিক বিদ্যালয় ও বাংলাদেশ স্কাউটস,কুড়িগ্রাম জেলার সহকারী কমিশনার আফলীনা খাতুন হ্যাপি। তার এই অর্জনে অনেকেই অভিনন্দন জানিয়েছে। সকলের দোয়া কামনায় আবরার হাসিন দিদার।

Leave a Reply