স্টাফ রিপোর্টার
অবৈধভাবে ভারতে প্রবেশের দায়ে দীর্ঘ ১৩ মাস কারাভোগের পর কুড়িগ্রামের ছয়জন জেলে মঙ্গলবার (৯ ডিসেম্বর) দেশে ফিরেছেন। বিকেল সাড়ে ৫টার দিকে তারা শেরপুরের নালিতাবাড়ী নাকুগাঁও স্থলবন্দর দিয়ে বাংলাদেশে প্রবেশ করেন। এই সময় উপস্থিত ছিলেন ময়মনসিংহ ব্যাটালিয়ন (৩৯) বিজিবি, ভারতীয় পুলিশ এবং বাংলাদেশ ইমিগ্রেশন পুলিশ।
ফিরে আসা জেলেদের মধ্যে রয়েছেন—চিলমারী উপজেলার হরিণের বন্দ এলাকার মো. রাসেল মিয়া (৩৫), ব্যাপারীপাড়া এলাকার বিপ্লব মিয়া (৪৫), মো. মীর জাহান আলী (৪৫), বকুল মিয়া (৩২), মো. আমের আলী (৩৫) এবং রৌমারী উপজেলার বকবাদা এলাকার মো. চাঁন মিয়া (৬০)।ফিরে আসা জেলেদের
পরিবারিক সূত্রে জানা গেছে, ২০২৪ সালের ৪ নভেম্বর জিঞ্জিরাম নদীতে মাছ ধরার সময় ভুলবশত ভারতের জলসীমায় প্রবেশ করেন তারা। তখন বিএসএফ তাদের আটক করে এবং আদালতের নির্দেশে মেঘালয় আমপাতি জেলার মাহিন্দগঞ্জে ক্ষণস্থায়ী কেন্দ্রে রাখা হয়। এরপর শুরু হয় দীর্ঘ ১৩ মাসের অনিশ্চয়তা ও কষ্টের সময়।
বকুল মিয়ার স্ত্রী আজেদা বেগম বলেন, “প্রায় এক বছর ধরে আমরা প্রতিদিন ভেবে বসতাম স্বামী ফিরে আসবে কি না। রাতের ঘুম ভারী হত, দিন কাটত না। আজ তাকে নিরাপদে দেখে চোখের জল থামছে না। আল্লাহ আমাদের প্রার্থনা কবুল করেছেন।”
রমনা ব্যাপারীপাড়ার মীর জাহানের স্ত্রী মোছা. ববিতা বেগম বলেন, “স্বামীর কোনো খোঁজ না পেলে আমরা জীবনের আশা হারিয়ে ফেলতাম। প্রতিটি দিন যেন অশান্তির সাগর পেরিয়ে চলছিল। আজ তিনি ফিরে এসেছেন, সব কষ্ট যেন এক মুহূর্তে দূর হয়ে গেল। স্বজনের কাছে ফিরে আসা এই আনন্দ কখনো ভুলব না।”ফিরে আসা জেলেরা জানিয়েছেন, ভবিষ্যতে সীমান্ত পারাপারে আরও সতর্ক থাকবেন এবং ভুলবশত অন্য দেশের জলসীমায় প্রবেশ করা থেকে বিরত থাকবেন।
আন্তর্জাতিক
ভারতে কারাভোগের পর দেশে ফিরলেন কুড়িগ্রামের ছয় জেলে
প্রকাশ: ৯ ডিসেম্বর ২০২৫, ০৯:০৪ অপরাহ্ণ
পড়া হয়েছে: ৪১৫৬ বার
বিষয়
বিজ্ঞাপন

Leave a Reply