হোম / জাতীয়
জাতীয়

ঝালকাঠিতে জেলা শ্রমিক দলের উদ্যোগে মতবিনিময় সভা অনুষ্ঠিত

প্রকাশ: ২২ জানুয়ারি ২০২৬, ০১:৫৯ পূর্বাহ্ণ পড়া হয়েছে: ৩৮ বার
ঝালকাঠিতে জেলা শ্রমিক দলের উদ্যোগে মতবিনিময় সভা অনুষ্ঠিত
ঝালকাঠিতে জেলা শ্রমিক দলের উদ্যোগে মতবিনিময় সভা অনুষ্ঠিত

ঝালকাঠি প্রতিনিধি: ঝালকাঠি জেলা শ্রমিক দলের উদ্যোগে মঙ্গলবার মাগরিব নামাজ বাদ শহরের পূর্ব চাঁদকাঠি ইশারা কমিটির সেন্টারে মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে।
জেলা শ্রমিক দলের সভাপতি মোঃ টিপু সুলতানের সভাপতিত্বে বিনিময় সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ঝালকাঠি ২ আসনের বিএনপির মনোনীত প্রার্থী সাবেক এমপি ইশরাত সুলতানা ইলেন ভুট্টো।

প্রধান অতিথি তার বক্তব্যে বলেন আমরা আমাদের চেয়ারম্যানকে ঝালকাঠি ২ আসনের এই সিট বিপুল ভোটে বিজয়ী করে উপহার দিবো।
আমি সব সময় আপনাদের পাশে থাকবো।
তিনি আরো বলেন যারা মনোনয়ন পাইনি তাদের সকলের সহযোগিতা কামনা করছি।
ইশরাত সুলতানা ইলেন ভুট্টোকে ফুলেল শুভেচ্ছা বিনিময় করেন বিভিন্ন শ্রমিক ইউনিয়নের নেতৃবৃন্দ।
অনুষ্ঠানে উপস্থিত ছিলেন জেলা শ্রমিক দলের সহ-সভাপতি মোঃ বাচ্চু হাওলাদার, পৌর শ্রমিক দলের সভাপতি মোঃ দেলোয়ার হোসেন, সাধারণ সম্পাদক মোঃ হেমায়েত উদ্দিন, উপজেলা শ্রমিক দলের প্রচার সম্পাদক মোঃ নজরুল ইসলাম, নলছিটি উপজেলা শ্রমিক দলের সভাপতি মোঃ মিজানুর রহমান, সাধারণ সম্পাদক মসিউর রহমান শিমুল, নলসিটি পৌর শ্রমিক দলের সভাপতি মোঃ সেলিম হাওলাদার, সাধারণ সম্পাদক মোঃ নুরুজ্জামান শামিম (পংঙ্খী)সহ স্থানীয় শ্রমিক দলের নেতৃবৃন্দ ‌।
টিপু সুলতান বলেন আমরা ১৭ বছর এই ধানের শীষের জন্য হামলা মামলার শিকার হয়েছি ।৩২ বছর পর্যন্ত শ্রমিক দলের সভাপতি হিসেবে নিজের জীবন উৎসর্গ করে দিয়েছি ।আমরা ধানের শীষের পক্ষে সবাইকে নিয়ে একত্রে কাজ করবো। আমি যত দিন বেঁচে থাকবো শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান ও মরহুম দেশ নেত্রী বেগম খালেদা জিয়ার আদর্শ নিয়ে রাজনীতি করবো।
অনুষ্ঠান সঞ্চালনায় ছিলেন জেলা শ্রমিক দলের সাধারণ সম্পাদক মোঃ মামুন অর রশিদ ।

নেতাকর্মীরা তাদের বক্তব্য বলেন আমরা আগামী ১২ ফেব্রুয়ারি আমাদের প্রিয় নেতা জেলা শ্রমিক দলের সভাপতি মোঃ টিপু সুলতানের নেতৃত্বে ধানের শীষ প্রতীককে বিজয়ী করার লক্ষ্যে কাজ করবো।
ইনশাআল্লাহ আগামী নির্বাচনে ধানের শীষ বিপুল ভোটে বিজয়ী হবে। আরো বলেন আমরা শ্রমিক আমরা চাই সকলের ভালোবাসা।

বিজ্ঞাপন

মন্তব্য

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

error: Content is protected !!