হোম / কুড়িগ্রাম
কুড়িগ্রাম

মানিকগঞ্জে অবৈধভাবে এলপিজি গ্যাস সিলিন্ডার মজুত ও অতিরিক্ত দামে বিক্রি, প্রতিষ্ঠানকে ৫০ হাজার টাকা জরিমানা

প্রকাশ: ২২ জানুয়ারি ২০২৬, ১২:১৯ পূর্বাহ্ণ পড়া হয়েছে: বার


মানিকগঞ্জ প্রতিনিধিঃ
মানিকগঞ্জে বাসাবাড়িতে অবৈধভাবে এলপিজি গ্যাস সিলিন্ডার মজুত ও সরকার নির্ধারিত দামের চেয়ে বেশি মূল্যে বিক্রির দায়ে একটি প্রতিষ্ঠানকে ৫০ হাজার টাকা জরিমানা করেছে জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর।
বুধবার (২১ জানুয়ারি) বিকেলে মানিকগঞ্জ পৌরসভার লঞ্চঘাট এলাকায় অবস্থিত “খান ট্রেডার্স” নামের একটি প্রতিষ্ঠানে গোপন সংবাদের ভিত্তিতে এ অভিযান পরিচালনা করা হয়।
ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর সূত্রে জানা যায়, অভিযানে গিয়ে দেখা যায় ওই প্রতিষ্ঠানের মালিক বসতবাড়ির ভেতরে কোনো ধরনের নিরাপত্তা ব্যবস্থা ছাড়াই বিপুল পরিমাণ এলপিজি গ্যাস সিলিন্ডার মজুত করে রেখেছেন। সংশ্লিষ্ট কর্মকর্তাদের মতে, এ ধরনের ঝুঁকিপূর্ণ মজুত যেকোনো সময় বড় ধরনের দুর্ঘটনার কারণ হতে পারে এবং এটি জননিরাপত্তার জন্য মারাত্মক হুমকি।
এছাড়াও অভিযানে সরকার নির্ধারিত মূল্যের চেয়ে বেশি দামে গ্যাস সিলিন্ডার বিক্রির প্রমাণ পাওয়া যায়। যা ভোক্তা অধিকার সংরক্ষণ আইনের সুস্পষ্ট লঙ্ঘন। এ অপরাধে খান ট্রেডার্সকে ৫০ হাজার টাকা জরিমানা করা হয়।
এ বিষয়ে জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তরের সহকারী পরিচালক আসাদুজ্জামান রুমেল বলেন, “বাসাবাড়িতে বিপুল পরিমাণ গ্যাস সিলিন্ডার মজুত রাখা অত্যন্ত বিপজ্জনক এবং এটি জনস্বাস্থ্য ও জননিরাপত্তার জন্য বড় ধরনের হুমকি। একই সঙ্গে এ ধরনের কর্মকাণ্ড বাজারে কৃত্রিম সংকট সৃষ্টি করে এবং গ্যাসের দাম বাড়ানোর অপচেষ্টা হিসেবে কাজ করে। সাধারণ ভোক্তাদের অধিকার রক্ষায় আমাদের অভিযান নিয়মিতভাবে অব্যাহত থাকবে।”
তিনি আরও জানান, ভবিষ্যতে এ ধরনের অনিয়ম প্রতিরোধে ব্যবসায়ীদের সতর্ক থাকার পাশাপাশি সরকার নির্ধারিত নিয়ম মেনে নিরাপদ পরিবেশে ব্যবসা পরিচালনার আহ্বান জানান।
অভিযানে মানিকগঞ্জ আনসার ব্যাটালিয়নের সদস্যরা সার্বিক সহযোগিতা করেন।

বিজ্ঞাপন

মন্তব্য

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

error: Content is protected !!