নিজস্ব প্রতিবেদক:
ব্ল্যাকমেইল, মামলা-বাণিজ্য ও প্রতারণার অভিযোগে গ্রেপ্তার আলোচিত ‘জুলাইযোদ্ধা’ তাহরিমা জান্নাত সুরভীকে দুই দিনের রিমান্ডে নেওয়ার আদেশ দিয়েছেন আদালত। মামলার তদন্তে গুরুত্বপূর্ণ তথ্য উদ্ঘাটনের লক্ষ্যে আইনশৃঙ্খলা বাহিনীর আবেদনের পর আদালত এ আদেশ দেন।
সোমবার (৫ জানুয়ারি) সুরভীর আইনজীবী রাশেদ খান বিষয়টি নিশ্চিত করেন। এর আগে ব্ল্যাকমেইল, মামলা-বাণিজ্য ও প্রতারণার মাধ্যমে বিপুল অর্থ আত্মসাতের অভিযোগে গত ২৪ ডিসেম্বর গাজীপুরের টঙ্গীতে নিজ বাসা থেকে তাকে আটক করে পুলিশ। পরবর্তীতে তাকে গ্রেপ্তার দেখানো হয়।
জানা গেছে, জাতীয় দৈনিক বাংলাদেশ প্রতিদিন-এর মাল্টিমিডিয়া রিপোর্টার সাংবাদিক নাঈমুর রহমান দুর্জয় সুরভীর বিরুদ্ধে এ মামলাটি দায়ের করেন। মামলার এজাহারে অভিযোগ করা হয়, সুরভী বিভিন্ন ব্যক্তিকে ভয়ভীতি ও ব্ল্যাকমেইলের মাধ্যমে অর্থ আদায়সহ মামলা-বাণিজ্যে জড়িত ছিলেন।
বিপুল পরিমাণ চাঁদাবাজির অভিযোগ থাকায় শুরুতে বিষয়টি নিয়ে কেউ প্রকাশ্যে কথা বলতে না চাইলেও সময়ের সঙ্গে সঙ্গে ঘটনার প্রকৃত চিত্র সামনে আসতে শুরু করে। এ ঘটনায় বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের একাধিক নেতাও মুখ খুলেছেন বলে জানা গেছে। আইনশৃঙ্খলা বাহিনী জানিয়েছে, রিমান্ডে জিজ্ঞাসাবাদের মাধ্যমে এ চক্রের সঙ্গে জড়িত অন্যান্যদের বিষয়েও তথ্য পাওয়া যাবে বলে আশা করা হচ্ছে।
অপরাধ
সাংবাদিকের করা মামলায় আলোচিত সুরভী ২ দিনের রিমান্ডে
প্রকাশ: ৫ জানুয়ারি ২০২৬, ০৯:৪১ অপরাহ্ণ
পড়া হয়েছে: ৩৫৪ বার
বিজ্ঞাপন

Leave a Reply