ভূরুঙ্গামারী (কুড়িগ্রাম) প্রতিনিধি : সাবেক প্রধানমন্ত্রী ও বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার মৃত্যুতে গভীর শোক প্রকাশ করেছে ভূরুঙ্গামারী উপজেলা বিএনপি। উপজেলা বিএনপির আহবায়ক কাজী আলাউদ্দিন মন্ডল এক শোকবার্তায় বলেন, “বেগম খালেদা জিয়া দেশের রাজনীতি ও গণতন্ত্রের অমূল্য নেতা ছিলেন। তার অসামান্য রাজনৈতিক নেতৃত্ব, সংগ্রাম ও ত্যাগ আমাদের জন্য চিরস্মরণীয় প্রেরণার উৎস। তার মৃত্যুতে দেশ ও দলের রাজনীতি এক বিশিষ্ট নেত্রীকে হারালো। আমরা তার বিদেহী আত্মার শান্তি কামনা করি এবং শোকসন্তপ্ত পরিবারের প্রতি গভীর সমবেদনা জানাই।”
তিনি আরও বলেন, “বেগম খালেদা জিয়ার জীবন ও কর্ম আমাদের শেখায় দেশের স্বার্থে কখনও আপস করা যায় না। দেশের জনগণ ও রাজনৈতিক নেতাকর্মীরা তার দেখানো পথ অনুসরণ করে গণতন্ত্র ও ন্যায়বিচারের জন্য লড়াই চালিয়ে যাবে। তার স্মৃতি সবসময় আমাদের পথপ্রদর্শক হিসেবে কাজ করবে।”
উপজেলা বিএনপি নেতৃবৃন্দ শোকের এই মুহূর্তে দলের সকল কর্মী ও সাধারণ জনগণকে আহ্বান জানিয়েছেন, যেন তারা বেগম খালেদা জিয়ার প্রতি শ্রদ্ধা জানিয়ে তার অবদান স্মরণ করে। এছাড়া, তারা বলেন, দেশ ও দলের অগ্রগতির জন্য তার আদর্শ ও নেতৃত্বের শিক্ষাকে জীবন্ত রাখা সকলের দায়িত্ব।
কুড়িগ্রাম
শোকের ছায়া: বেগম খালেদা জিয়ার মৃত্যুতে ভূরুঙ্গামারী উপজেলা বিএনপির গভীর শোক
প্রকাশ: ৩০ ডিসেম্বর ২০২৫, ১১:০৩ অপরাহ্ণ
পড়া হয়েছে: ২১৩৩ বার
বিজ্ঞাপন
সম্পর্কিত খবর
বেলকুচিতে ভ্রাম্যমাণ আদালতের অভিযান: চার ব্যবসায়ীকে ২৬ হাজার টাকা জরিমানা, জব্দ ১৩০৬ কেজি নিষিদ্ধ পলিথিন
48 minutes আগে
আলফাডাঙ্গায় শত বছরের পুরনো ১১৯ কেজি ওজনের কষ্টি পাথরের মূর্তি উদ্ধার, একজন আটক
53 minutes আগে

Leave a Reply