ঢাকা প্রতিনিধিঃ
ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে ঢাকা-৮ আসনের স্বতন্ত্র প্রার্থী ও ইনকিলাব মঞ্চের মুখপাত্র শহীদ শরিফ ওসমান হাদির স্মরণে শনিবার (১০ জানুয়ারি) ঢাকা আলিয়ার দেয়ালে গ্ৰাফিতি অঙ্কন করা হয়েছে। আয়োজনটি পরিচালনা করেছে আমার দেশ পাঠকমেলা ঢাকা আলিয়া। গ্ৰাফিতিতে লেখা হয়েছে: “দাসত্ব যে জমিনের নিশ্চল নিয়তি, লড়াই-ই সেখানে সর্বোত্তম ইবাদত।”
গ্রাফিতি অনুষ্ঠানে বক্তারা শহীদ ওসমান হাদির হত্যার ন্যায্য বিচারের দাবি জানান। দেশের বিভিন্ন বিশ্ববিদ্যালয় ও কলেজেও শিক্ষার্থীরা তাকে স্মরণ করে দেয়ালে গ্ৰাফিতি অঙ্কন করছেন।
আমার দেশ পাঠকমেলা ঢাকা আলিয়ার সভাপতি এম সাব্বির আহমেদ বলেন, “শহীদ ওসমান হাদি ছিলেন একজন জীবন্ত কিংবদন্তি, যিনি দেশের স্বাধীনতা ও সার্বভৌমত্ব রক্ষায় নিজের জীবন উৎসর্গ করেছিলেন। তার ন্যায় ও ইনসাফের প্রতি অটল বিশ্বাস, দেশপ্রেম ও সততার আদর্শ আমাদেরকে অনুপ্রাণিত করে। তার হত্যার বিচার আমরা চাই এবং ওসমান হাদির আদর্শকে ধারণ করে এগিয়ে যেতে চাই।”
তিনি আরও বলেন, “আমরা আশা করছি হত্যার বিচার দ্রুত বিচার ট্রাইব্যুনালে সম্পন্ন হবে। আইন উপদেষ্টা আসিফ নজরুলও দ্রুত ট্রাইব্যুনাল গঠনের কথা বলেছেন। আমরা চাই ওসমান হাদির খুনিদের শাস্তি কার্যকর করা হোক।”
ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ও গণভোটের তফসিল ঘোষণার পরদিন ১২ ডিসেম্বর ঢাকার পুরানা পল্টনের বক্স কালভার্ট রোডে ওসমান হাদি গুলিবিদ্ধ হন। প্রথমে তাকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়া হয়, পরে অবস্থার অবনতি হলে এভারকেয়ার হাসপাতালে স্থানান্তর করা হয়। উন্নত চিকিৎসার জন্য সিঙ্গাপুরে পাঠানো হলেও চিকিৎসাধীন অবস্থায় ১৮ ডিসেম্বর রাত পৌনে ১০টার দিকে তিনি ইন্তেকাল করেন।
এরপর ২০ ডিসেম্বর জাতীয় সংসদ ভবনের দক্ষিণ প্লাজায় রাষ্ট্রীয় মর্যাদায় তার জানাজা সম্পন্ন হয় এবং ঢাকা বিশ্ববিদ্যালয়ে জাতীয় কবি কাজী নজরুল ইসলামের কবরের পাশে দাফন করা হয়।
অপরাধ
শহীদ ওসমান হাদির স্মরণে ঢাকা আলিয়ায় গ্ৰাফিতি অঙ্কন
প্রকাশ: ১০ জানুয়ারি ২০২৬, ০৩:০৪ অপরাহ্ণ
পড়া হয়েছে: ২৭৫ বার
বিষয়
বিজ্ঞাপন

Leave a Reply