হোম / কুড়িগ্রাম
কুড়িগ্রাম

রাবি ভর্তিচ্ছুদের জন্য HFSA-এর স্বাস্থ্যসেবা কেন্দ্র

প্রকাশ: ১৭ জানুয়ারি ২০২৬, ১১:২৬ অপরাহ্ণ পড়া হয়েছে: বার


বিশ্ববিদ্যালয় প্রতিবেদক:
রাজশাহী বিশ্ববিদ্যালয়ের (রাবি) ২০২৫–২৬ শিক্ষাবর্ষের ভর্তি পরীক্ষায় অংশ নিতে আগত ভর্তিচ্ছু শিক্ষার্থী ও অভিভাবকদের প্রাথমিক স্বাস্থ্যসেবা নিশ্চিত করতে ক্যাম্পাসে ‘মেডিকেল টেন্ট অ্যান্ড হেল্প সেন্টার’ স্থাপন করেছে হেলথ অ্যান্ড ফুড সেফটি অ্যাসোসিয়েশন রাজশাহী বিশ্ববিদ্যালয় (HFSA-RU)।
গতকাল (১৬ জানুয়ারি) থেকে শুরু হওয়া এ কার্যক্রমের ধারাবাহিকতায় আজ মানবিক অনুষদের ভর্তি পরীক্ষা চলাকালীন কেন্দ্রটি থেকে বিনামূল্যে স্বাস্থ্যসেবা প্রদান করা হয়। ভর্তি পরীক্ষাকে কেন্দ্র করে দীর্ঘ সময় অপেক্ষা, ভিড় ও শারীরিক ক্লান্তির বিষয়টি বিবেচনায় নিয়ে পরীক্ষার্থী ও অভিভাবকদের জন্য প্রয়োজনীয় বিভিন্ন সেবা নিশ্চিত করা হচ্ছে।
মেডিকেল টেন্ট থেকে ওটিসি ওষুধ, খাবার স্যালাইন, স্যানিটারি ন্যাপকিন, ব্যান্ডেজ, মাস্ক এবং বিশুদ্ধ পানি সরবরাহ করা হচ্ছে। এতে হঠাৎ অসুস্থ হয়ে পড়া ভর্তিচ্ছু ও তাদের অভিভাবকরা তাৎক্ষণিকভাবে উপকৃত হচ্ছেন।
HFSA-RU-এর সাধারণ সম্পাদক মো. ইশতিয়াক আহমেদ রাফি বলেন,
“ভর্তিচ্ছু শিক্ষার্থী ও তাদের অভিভাবকদের স্বাস্থ্যসেবায় আমরা প্রতিশ্রুতিবদ্ধ। ভর্তি পরীক্ষা চলাকালীন সময়জুড়ে এ কার্যক্রম অব্যাহত থাকবে।”
অনুষ্ঠানের আহ্বায়ক অহিদুল ইসলাম মিনা বলেন,
“শিক্ষার্থী ও অভিভাবকদের কাছ থেকে আমরা ব্যাপক সাড়া পাচ্ছি। বিশ্ববিদ্যালয় প্রশাসনের সহযোগিতা পেলে ক্যাম্পাসের আরও বিভিন্ন স্থানে বড় পরিসরে এ সেবা কার্যক্রম পরিচালনা করা সম্ভব হবে।”
HFSA-RU-এর এই উদ্যোগকে ভর্তিচ্ছু ও অভিভাবকরা ইতিবাচকভাবে গ্রহণ করেছেন এবং মানবিক এ কার্যক্রমের প্রশংসা করেছেন।

বিজ্ঞাপন

মন্তব্য

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

error: Content is protected !!