রাজশাহী প্রতিনিধি:
রাজশাহী মহানগরে বাংলাদেশ জামায়াতে ইসলামী উদ্যোগে ইনকিলাব মঞ্চের মুখপাত্র ওসমান হাদির রুহের মাগফিরাত কামনায় দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে। শনিবার বিকেলে মহানগরের একটি কনফারেন্স হলে এই মাহফিলের আয়োজন করা হয়।
দোয়া মাহফিলে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ জামায়াতে ইসলামী কেন্দ্রীয় নায়েবে আমীর ও সাবেক সংসদ সদস্য অধ্যাপক মজিবুর রহমান। তিনি তার বক্তব্যে বলেন, ওসমান হাদি মানবিক, ন্যায়ভিত্তিক ও উন্নত বাংলাদেশের স্বপ্ন দেখতেন। ন্যায়, সত্য ও ইনসাফভিত্তিক সমাজ প্রতিষ্ঠায় তার ভূমিকা ছিল উল্লেখযোগ্য। তার শাহাদাতে জাতি একজন সাহসী কণ্ঠস্বর ও আদর্শবাদী সংগ্রামীকে হারিয়েছে।
অধ্যাপক মজিবুর রহমান আরও বলেন, ওসমান হাদির স্বপ্ন ও আদর্শ নতুন প্রজন্মকে ধারণ করতে হবে এবং তা বাস্তবায়নে সবাইকে ঐক্যবদ্ধভাবে এগিয়ে আসতে হবে। তিনি মহান আল্লাহর দরবারে ওসমান হাদির রুহের মাগফিরাত কামনা করেন এবং শোকসন্তপ্ত পরিবার, সহযোদ্ধা ও শুভানুধ্যায়ীদের প্রতি গভীর সমবেদনা জানান। পাশাপাশি আল্লাহর কাছে তাদের শোক সহ্য করার তাওফিক প্রার্থনা করেন।
দোয়া মাহফিলে সভাপতিত্ব করেন রাজশাহী মহানগরী জামায়াতের নায়েবে আমীর এ্যাডভোকেট আবু মোহাম্মদ সেলিম। মাহফিলটি সঞ্চালনা করেন মহানগরী জামায়াতের সাংগঠনিক সম্পাদক জসিম উদ্দিন সরকার।
অনুষ্ঠানে আরও বক্তব্য রাখেন রাজশাহী মহানগরী জামায়াতের নায়েবে আমীর ও রাজশাহী-২ আসনের এমপি প্রার্থী ডা. মোহাম্মদ জাহাঙ্গীর, সেক্রেটারি ইমাজ উদ্দিন মন্ডল, সহকারী সেক্রেটারি মো. শাহাদত হোসাইন, অফিস সম্পাদক তৌহিদুর রহমান সুইটসহ মহানগরী জামায়াতের অন্যান্য নেতৃবৃন্দ।
জাতীয়
রাজশাহী মহানগরে ওসমান হাদির রুহের মাগফিরাত কামনায় জামায়াতের দোয়া মাহফিল
প্রকাশ: ২০ ডিসেম্বর ২০২৫, ১০:১০ অপরাহ্ণ
পড়া হয়েছে: ১৮৩২ বার
বিষয়
বিজ্ঞাপন
সম্পর্কিত খবর
বেলকুচিতে ভ্রাম্যমাণ আদালতের অভিযান: চার ব্যবসায়ীকে ২৬ হাজার টাকা জরিমানা, জব্দ ১৩০৬ কেজি নিষিদ্ধ পলিথিন
3 hours আগে
আলফাডাঙ্গায় শত বছরের পুরনো ১১৯ কেজি ওজনের কষ্টি পাথরের মূর্তি উদ্ধার, একজন আটক
3 hours আগে

Leave a Reply