হোম / কুড়িগ্রাম
কুড়িগ্রাম

মানিকগঞ্জে শতবর্ষের ঐতিহ্যবাহী গরু দৌড় প্রতিযোগিতা অনুষ্ঠিত

প্রকাশ: ১৫ জানুয়ারি ২০২৬, ০৫:১৯ অপরাহ্ণ পড়া হয়েছে: ১৫ বার


মানিকগঞ্জ প্রতিনিধি: দেশের লোকজ ঐতিহ্যবাহী আয়োজনগুলো কালের বিবর্তনে হারিয়ে যেতে বসলেও মানিকগঞ্জে এখনো প্রাণের মায়ায় আগলে রাখা হয়েছে বাংলার পুরনো সংস্কৃতি। বৃহস্পতিবার (১৫ জানুয়ারি) বিকেলে মানিকগঞ্জ সদর উপজেলার পুটাইল ইউনিয়নের মান্তা গ্রাম এলাকায় শতবর্ষের ঐতিহ্যবাহী গরু দৌড় প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়।
এই প্রতিযোগিতা দেখতে দূর-দূরান্ত থেকে হাজারো দর্শনার্থী ভিড় জমান। পুরো এলাকাজুড়ে ছিল উৎসবমুখর পরিবেশ। উপজেলায় বিভিন্ন এলাকা থেকে আসা বিশাল আকৃতির ষাড় ও গরুগুলো প্রতিযোগিতায় অংশ নেয়। বিভিন্ন রঙ ও আকৃতির শতাধিক গরু নিয়ে সৌখিন প্রতিযোগীরা তাদের সেরা গরু প্রদর্শন করেন। প্রতি বছর পৌষ সংক্রান্তিতে নিয়মিতভাবে এই ঐতিহ্যবাহী গরু দৌড় আয়োজন করা হয়ে থাকে।
আয়োজক কমিটির এক সদস্য জানান, আধুনিকতার ছোঁয়ায় গ্রামীণ সংস্কৃতি ধীরে ধীরে হারিয়ে যাচ্ছে। নতুন প্রজন্মের কাছে বাংলার বীরত্বপূর্ণ ও ঐতিহ্যবাহী সংস্কৃতিকে তুলে ধরতেই তারা এই আয়োজন করছেন। তিনি আরও বলেন, “বিভিন্ন এলাকা থেকে প্রতিযোগীরা তাদের সেরা গরু নিয়ে এখানে অংশগ্রহণ করে, যা প্রতিযোগিতার আকর্ষণ বৃদ্ধি করে।”
উল্লেখযোগ্য, গরু দৌড় প্রতিযোগিতা শুধুমাত্র খেলা নয়, এটি বাংলার গ্রামীণ ঐতিহ্য ও সংস্কৃতিকে নতুন প্রজন্মের কাছে পরিচয় করানোর একটি গুরুত্বপূর্ণ মাধ্যম হিসেবে মানিকগঞ্জে পরিচিত।

বিজ্ঞাপন

মন্তব্য

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

error: Content is protected !!