মানিকগঞ্জ প্রতিনিধি:
মানিকগঞ্জ জেলা সদর হাসপাতালে আনসার সদস্য কর্তৃক এক নারী ধর্ষণের ঘটনা এবং ডেল্টা হাসপাতালে ভুল চিকিৎসায় এক প্রসূতি মায়ের মৃত্যুর প্রতিবাদে দোষীদের দৃষ্টান্তমূলক শাস্তির দাবিতে মানববন্ধন কর্মসূচি পালিত হয়েছে।
বুধবার (১৪ জানুয়ারি) বেলা ১২টায় মানিকগঞ্জ শহরের শহীদ রফিক সড়কে জেলা প্রেসক্লাবের সামনে এ মানববন্ধন অনুষ্ঠিত হয়।
‘সহপাঠী ও সচেতন শিক্ষার্থীবৃন্দ’-এর ব্যানারে আয়োজিত এই কর্মসূচিতে বিভিন্ন শ্রেণি ও পেশার মানুষ অংশগ্রহণ করেন। মানববন্ধনে অংশগ্রহণকারীরা জেলা সদর হাসপাতালে কর্মরত দুই আনসার সদস্যের বিরুদ্ধে সংঘটিত ধর্ষণের ঘটনায় প্রশাসনিক গাফিলতির অভিযোগ করেন। একই সঙ্গে ডেল্টা হাসপাতালে চিকিৎসকদের ভুল চিকিৎসায় এক প্রসূতি মায়ের মৃত্যুর ঘটনাকে অত্যন্ত উদ্বেগজনক ও নিন্দনীয় বলে উল্লেখ করেন তারা।
বক্তারা বলেন, এসব ঘটনায় দ্রুত বিচার ট্রাইব্যুনালের মাধ্যমে অভিযুক্তদের দৃষ্টান্তমূলক শাস্তি নিশ্চিত করতে হবে। পাশাপাশি অভিযুক্ত আনসার সদস্যদের স্থায়ীভাবে চাকরিচ্যুত করার দাবি জানান তারা।
এছাড়া ডেল্টা হাসপাতালের বিরুদ্ধে ওঠা চিকিৎসা অবহেলার অভিযোগ তদন্তে একটি নিরপেক্ষ তদন্ত কমিটি গঠনের আহ্বান জানানো হয়। একই সঙ্গে বেসরকারি হাসপাতালগুলোর অনিয়ম ও বাণিজ্যিক মনোভাব বন্ধে কার্যকর ব্যবস্থা গ্রহণের দাবিও জানান মানববন্ধনকারীরা।
মানববন্ধন শেষে বক্তারা এসব ঘটনার পুনরাবৃত্তি রোধে স্বাস্থ্য খাত ও আইনশৃঙ্খলা বাহিনীর জবাবদিহিতা নিশ্চিত করার ওপর জোর দেন।
অপরাধ
মানিকগঞ্জে ধর্ষণ ও ভুল চিকিৎসায় মৃত্যুর ঘটনায় দোষীদের শাস্তির দাবিতে মানববন্ধন
প্রকাশ: ১৫ জানুয়ারি ২০২৬, ১২:৩৯ পূর্বাহ্ণ
পড়া হয়েছে: ১৬ বার
বিজ্ঞাপন

Leave a Reply