হোম / জাতীয়
জাতীয়

ভূরুঙ্গামারীতে সোনাহাট সেতুর পাটাতন ভেঙে যান চলাচল বন্ধ, চরম ভোগান্তিতে স্থানীয়রা

প্রকাশ: ২০ জানুয়ারি ২০২৬, ০৮:০৬ অপরাহ্ণ পড়া হয়েছে: ৭১ বার


ভূরুঙ্গামারী (কুড়িগ্রাম) প্রতিনিধিঃ
কুড়িগ্রামের ভূরুঙ্গামারীতে ইটবোঝাই একটি ভারী ট্রাকের কারণে মেয়াদোত্তীর্ণ সোনাহাট সেতুর পাটাতন ভেঙে যায়। সেতুর লোড ধারণ ক্ষমতা ১০ টন হলেও ট্রাকটি ৩৯ টন পারাপার করায় এই দুর্ঘটনা ঘটে। এর ফলে সেতু দিয়ে সকল ধরনের যানবাহন চলাচল বন্ধ হয়ে স্থানীয়রা চরম ভোগান্তির মধ্যে পড়েছেন।
মঙ্গলবার (২০ জানুয়ারি) সকাল ৬টার দিকে সোনাহাট স্থলবন্দরের দিকে যাওয়ার পথে ট্রাকটি সেতুর স্টিলের অংশে পৌঁছালে অতিরিক্ত ওজনের কারণে সেতুর একটি পাটাতন ভেঙে ট্রাকটি পড়ে যায়। দুর্ঘটনার কারণে সেতুর দুপাশে যানবাহনের দীর্ঘ সারি তৈরি হয়। জরুরি প্রয়োজন মেটাতে লোকজনকে নৌকায় পারাপার হতে দেখা যায়। এছাড়া এইচএসসি ও আলিম পরীক্ষার্থীসহ অফিসগামী মানুষদেরও মারাত্মক ভোগান্তি পোহাতে হয়েছে।
স্থানীয় রাহিজুল ইসলাম বলেন, “আমি প্রতিদিনের মতো আজও সোনাহাটে একটি ব্যাংকে চাকরির কাজে যাচ্ছিলাম, কিন্তু দেখলাম ট্রাকে অতিরিক্ত লোডের কারণে সেতুর পাটাতন ভেঙে গেছে। তাই বাধ্য হয়ে নৌকা ব্যবহার করে নদী পার হতে হয়েছে।”
গরুব্যবসায়ী আমজাদ, কাশেম ও রাসেল জানান, “আজ ভূরুঙ্গামারীতে একমাত্র গরুর হাট বসছে। আমরা ভটভটিতে ৮টি গরু নিয়ে এসেছি। কিন্তু সেতু বন্ধ থাকায় নৌকা দিয়ে পারাপারের জন্য অপেক্ষা করছি।”
স্থানীয়রা জানিয়েছেন, সেতুটি দীর্ঘদিনের পুরনো ও মেয়াদোত্তীর্ণ হওয়ায় নানা ধরনের ঝুঁকি নিয়ে চলাচল করছে। মাঝেমধ্যে পাটাতন ভেঙে যাওয়ার ঘটনা ঘটলেও জীবন জীবিকার তাগিদে যানবাহন চালানো হচ্ছে।
পুরাতন এই সেতু ব্রিটিশ শাসনামলে ১৮৮৭ সালে লালমনিরহাট থেকে ভারতের গৌহাটি পর্যন্ত রেললাইনের অংশ হিসেবে ভূরুঙ্গামারীর দুধকুমার নদীর ওপর নির্মিত হয়। স্বাধীনতা যুদ্ধের সময় পাকিস্তানি সৈন্যদের প্রবেশ ঠেকাতে সেতুর একটি অংশ ভেঙে দেয়ার পর দেশ স্বাধীন হওয়ার পর এরশাদ সরকারের আমলে মেরামত করে সড়ক যোগাযোগ সচল করা হয়।
কুড়িগ্রাম সড়ক ও জনপথ বিভাগের নির্বাহী প্রকৌশলী মীর নিজাম উদ্দিন আহমেদ বলেন, “পুরাতন সেতুটির ধারণক্ষমতা ১০ টন, কিন্তু ট্রাকে ৩৯ টন লোড পরিবহন করা হয়েছিল। অতিরিক্ত লোডের কারণে এই দুর্ঘটনা ঘটেছে। ট্রাক মালিক ও ইট ক্রয়কারীর বিরুদ্ধে মামলা করার প্রস্তুতি চলছে।”
ভূরুঙ্গামারী থানার অফিসার ইনচার্জ (ওসি) আজিম উদ্দিন বলেন, “ওভারলোডের কারণে মামলা হয় না, তবে জরিমানা আরোপের বিধি রয়েছে।”

বিজ্ঞাপন

মন্তব্য

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

error: Content is protected !!