হোম / কুড়িগ্রাম
কুড়িগ্রাম

ভূরুঙ্গামারীতে সেনাবাহিনীর উদ্যোগে শীতবস্ত্র ও খাদ্যসামগ্রী বিতরণ

প্রকাশ: ১৩ ডিসেম্বর ২০২৫, ০৬:৩০ অপরাহ্ণ পড়া হয়েছে: ২১৫০ বার
ভূরুঙ্গামারীতে সেনাবাহিনীর উদ্যোগে শীতবস্ত্র ও খাদ্যসামগ্রী বিতরণ


ভূরুঙ্গামারী (কুড়িগ্রাম) প্রতিনিধি:
শীতের তীব্রতা বাড়ার সঙ্গে সঙ্গে অসহায় মানুষের পাশে দাঁড়িয়েছে বাংলাদেশ সেনাবাহিনী। কুড়িগ্রামের ভূরুঙ্গামারীতে সেনাবাহিনীর উদ্যোগে শীতার্ত ও দুঃস্থ মানুষের মাঝে শীতবস্ত্র ও খাদ্যসামগ্রী বিতরণ করা হয়েছে।
শনিবার (১৩ ডিসেম্বর) বিকেলে ভূরুঙ্গামারী কিশলয় বিদ্যা নিকেতন মাঠে বাংলাদেশ সেনাবাহিনীর ৬ ইঞ্জিনিয়ার ব্যাটালিয়ন, ৬৬ পদাতিক ডিভিশনের আয়োজনে ক্যাপ্টেন রাফসানের নেতৃত্বে এ মানবিক কর্মসূচি অনুষ্ঠিত হয়।
এসময় উপস্থিত ছিলেন সেনাবাহিনীর সিনিয়র ওয়ারেন্ট অফিসার এনামুল হক, পাইকেরছড়া ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আব্দুর রাজ্জাক সরকার, আন্ধারিঝাড় ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান জাবেদ আলী মন্ডল, ভূরুঙ্গামারী সদর ইউনিয়ন পরিষদের সদস্য আব্দুল লতিফ এবং ভূরুঙ্গামারী প্রেস ক্লাবের প্রচার সম্পাদক রবিউল আলম লিটনসহ স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ।
কর্মসূচির আওতায় ভূরুঙ্গামারী সদর, আন্ধারীঝাড় ও পাইকেরছড়া—এই তিনটি ইউনিয়নের মোট ১৫০ জন অসহায় ও শীতার্ত মানুষের মাঝে চাল, ডাল, তেল, আটা ও কম্বল বিতরণ করা হয়।
শীতবস্ত্র পেয়ে উপকারভোগীরা সেনাবাহিনীর প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেন। স্থানীয় জনপ্রতিনিধিরা জানান, শীতের এই সময়ে সেনাবাহিনীর এমন মানবিক উদ্যোগ অসহায় মানুষের দুর্ভোগ লাঘবে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখছে।

বিজ্ঞাপন

মন্তব্য

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

error: Content is protected !!