ভূরুঙ্গামারী (কুড়িগ্রাম) প্রতিনিধিঃ
আসন্ন জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে ভূরুঙ্গামারী উপজেলা বিএনপির উদ্যোগে উপজেলা সদরের বিভিন্ন শ্রেণি-পেশার ব্যবসায়ীদের সঙ্গে মতবিনিময় সভা ও সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার রুহের মাগফেরাত কামনায় দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে।
রবিবার সন্ধ্যায় ভূরুঙ্গামারী উপজেলা মুক্তিযোদ্ধা উন্মুক্ত মঞ্চে এ কর্মসূচি অনুষ্ঠিত হয়।
অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কুড়িগ্রাম-১ আসনের বিএনপির মনোনীত প্রার্থী আলহাজ্ব সাইফুর রহমান রানা। এছাড়া উপস্থিত ছিলেন ভূরুঙ্গামারী উপজেলা বিএনপির সাবেক সভাপতি কাজী গোলাম মোস্তফা, উপজেলা বিএনপির আহ্বায়ক কমিটির আহ্বায়ক কাজী আলাউদ্দিন মন্ডল, সদস্য সচিব প্রভাষক শহিদুল ইসলাম আকন্দ, প্রবীণ রাজনীতিবিদ ও আহ্বায়ক কমিটির অন্যতম সদস্য কাজী নিজাম উদ্দিন, যুগ্ম আহ্বায়ক ইফতেখার ইসলাম শ্যামা, মাহফুজার রহমান মামুন ব্যাপারীসহ সদর ইউনিয়ন নির্বাচন পরিচালনা কমিটির সদস্যবৃন্দ।
আতিকুর রহমান আপেলের সঞ্চালনায় মতবিনিময় সভায় বক্তব্য রাখেন উপজেলা সদর ইউনিয়ন নির্বাচন কমিটির সমন্বয়ক ও প্রবীণ নেতা কাজী নিজাম উদ্দিন, উপজেলা বিএনপির আহ্বায়ক কাজী আলাউদ্দিন মন্ডল, সদস্য সচিব প্রভাষক শহিদুল ইসলাম আকন্দ, যুগ্ম আহ্বায়ক ইফতেখার ইসলাম শ্যামা, সাবেক সভাপতি কাজী গোলাম মোস্তফা এবং বিএনপির মনোনীত প্রার্থী সাইফুর রহমান রানা।
বক্তারা আসন্ন জাতীয় সংসদ নির্বাচনে গণতন্ত্র পুনরুদ্ধার ও জনগণের ভোটাধিকার প্রতিষ্ঠার গুরুত্ব তুলে ধরে ব্যবসায়ী সমাজসহ সর্বস্তরের মানুষের সহযোগিতা কামনা করেন।
মতবিনিময় সভা শেষে সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার রুহের মাগফেরাত কামনায় বিশেষ দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়। দোয়া মাহফিল শেষে উপস্থিত সকলের মাঝে খাবার পরিবেশন করা হয়।
কুড়িগ্রাম
ভূরুঙ্গামারীতে উপজেলা বিএনপির উদ্যোগে নির্বাচন নিয়ে ব্যবসায়ীদের সঙ্গে মতবিনিময় ও দোয়া মাহফিল
প্রকাশ: ১৮ জানুয়ারি ২০২৬, ১১:২২ অপরাহ্ণ
পড়া হয়েছে: ৪৫ বার
বিজ্ঞাপন
সম্পর্কিত খবর
শিক্ষক-শিক্ষক সংঘর্ষের প্রতিবাদে ডুমুরিয়ার খর্নিয়া মাধ্যমিক বিদ্যালয়ের শিক্ষার্থীদের সড়ক অবরোধ
13 minutes আগে
ডিজিটাল সিকিউরিটির অজুহাতে আর কোনো সাংবাদিককে কারাগারে পাঠানো হবে না : খুলনার জেলা প্রশাসক
17 minutes আগে

Leave a Reply