হোম / কুড়িগ্রাম
কুড়িগ্রাম

বেলকুচিতে মাসিক আইনশৃঙ্খলা কমিটির সভা অনুষ্ঠিত

প্রকাশ: ২০ জানুয়ারি ২০২৬, ০৫:১০ অপরাহ্ণ পড়া হয়েছে: ২৫ বার


সিরাজগঞ্জ প্রতিনিধি :
সিরাজগঞ্জের বেলকুচি উপজেলায় মাসিক আইনশৃঙ্খলা কমিটির সভা অনুষ্ঠিত হয়েছে। সভায় উপজেলার সার্বিক আইনশৃঙ্খলা পরিস্থিতি, সামাজিক সমস্যা, স্বাস্থ্যসেবা, বাজার ব্যবস্থাপনা ও জনসাধারণের নিরাপত্তা নিশ্চিতকরণসহ বিভিন্ন গুরুত্বপূর্ণ বিষয়ে আলোচনা করা হয়।
উপজেলা পরিষদ সভাকক্ষে অনুষ্ঠিত এ সভায় সভাপতিত্ব করেন উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) আফরিন জাহান। সভায় উপস্থিত ছিলেন সহকারী কমিশনার (ভূমি) ইসরাত জাহান, উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. আসফিয়া সাবেরিন, উপজেলা প্রাণী সম্পদ কর্মকর্তা ডা. নাজমুল হক, ক্যাপ্টেন মাহির এবং বেলকুচি থানার অফিসার ইনচার্জ (ওসি) শেখ ফরিদ।
এছাড়াও সভায় অংশগ্রহণ করেন বেলকুচি প্রেসক্লাবের সাধারণ সম্পাদক রেজাউল করিম, মুকুন্দগাঁতী বাজার বণিক সমিতির সাধারণ সম্পাদক মোহাম্মদ আলী ভূইয়াসহ বিভিন্ন দপ্তরের কর্মকর্তা, জনপ্রতিনিধি ও সংশ্লিষ্ট ব্যক্তিবর্গ।
সভায় বক্তারা মাদক নির্মূল, চোরাচালান প্রতিরোধ, বাল্যবিবাহ রোধ, অবৈধ পলিথিন ব্যবহার বন্ধ, সড়ক নিরাপত্তা নিশ্চিতকরণ এবং বাজার শৃঙ্খলা বজায় রাখতে প্রশাসন, জনপ্রতিনিধি ও সাধারণ জনগণের সমন্বিত উদ্যোগের ওপর গুরুত্বারোপ করেন।
সভাপতির বক্তব্যে উপজেলা নির্বাহী অফিসার আফরিন জাহান বলেন, “আইনশৃঙ্খলা রক্ষায় প্রশাসন সর্বদা তৎপর রয়েছে। জনস্বার্থে সবাইকে আইন মেনে চলতে হবে এবং সামাজিক সচেতনতা বাড়াতে সম্মিলিতভাবে কাজ করতে হবে।”
সভা শেষে উপস্থিত সকলের সম্মিলিত প্রচেষ্টায় বেলকুচি উপজেলার আইনশৃঙ্খলা পরিস্থিতি আরও উন্নত হবে বলে আশাবাদ ব্যক্ত করা হয়।

বিজ্ঞাপন

মন্তব্য

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

error: Content is protected !!