সিরাজগঞ্জ প্রতিনিধিঃ
পরিবেশ সুরক্ষা নিশ্চিত করা এবং সরকারের নিষিদ্ধ ঘোষিত পলিথিনের ব্যবহার বন্ধে কঠোর অবস্থানে রয়েছে প্রশাসন। এরই ধারাবাহিকতায় সিরাজগঞ্জের বেলকুচি উপজেলায় ভ্রাম্যমাণ আদালতের অভিযানে বিপুল পরিমাণ নিষিদ্ধ পলিথিন ব্যাগ জব্দ করা হয়েছে। এসময় চারটি ব্যবসা প্রতিষ্ঠানের মালিককে মোট ২৬ হাজার টাকা জরিমানা করা হয়।
রোববার (১৮ জানুয়ারি ২০২৬ খ্রি.) দুপুর ৩টা ৪০ মিনিট থেকে সন্ধ্যা ৬টা ৪৫ মিনিট পর্যন্ত বেলকুচি উপজেলার মুকুন্দগাঁতী বাজার এলাকায় এ অভিযান পরিচালনা করা হয়। অভিযানে বাজারের বিভিন্ন দোকান ও আশপাশের এলাকা থেকে মোট ১৩০৬ কেজি নিষিদ্ধ ঘোষিত পলিথিন ব্যাগ জব্দ করা হয়।
ভ্রাম্যমাণ আদালতের অভিযানে ওমর কাগজ বিতান থেকে ৫৩ কেজি নিষিদ্ধ পলিথিন ব্যাগ জব্দ করে প্রতিষ্ঠানটির মালিককে ৩ হাজার টাকা জরিমানা করা হয়। মুজাম্মেল স্টোর থেকে ১০৮ কেজি পলিথিন ব্যাগ জব্দ করে ৫ হাজার টাকা, লিটন স্টোর থেকে সর্বোচ্চ ৫১৭ কেজি নিষিদ্ধ পলিথিন ব্যাগ জব্দ করে ১৫ হাজার টাকা এবং মোতালেব স্টোর থেকে ২২ কেজি পলিথিন ব্যাগ জব্দ করে ৩ হাজার টাকা জরিমানা আদায় করা হয়।
এছাড়াও বাজারের বাইরে একটি স্থানে পরিত্যক্ত অবস্থায় আরও ৬০৯ কেজি নিষিদ্ধ পলিথিন ব্যাগ জব্দ করা হলেও সংশ্লিষ্ট কোনো মালিককে শনাক্ত করা সম্ভব হয়নি বলে জানান সংশ্লিষ্ট কর্মকর্তারা।
অভিযানটি পরিচালনা করেন সিরাজগঞ্জ জেলা প্রশাসনের বিজ্ঞ নির্বাহী ম্যাজিস্ট্রেট ও সহকারী কমিশনার (ভূমি) নাজমুল হোসেন। প্রসিকিউটর হিসেবে দায়িত্ব পালন করেন পরিবেশ অধিদপ্তর, সিরাজগঞ্জ জেলা কার্যালয়ের পরিদর্শক শাহিন আলম। অভিযানে সার্বিক সহযোগিতা করেন সিনিয়র ওয়ারেন্ট অফিসার মফিজুল ইসলাম, এএসআই জয়নাল আবেদীন। আইনশৃঙ্খলা রক্ষায় পুলিশ, আনসার ও সেনাবাহিনীর সদস্যরা উপস্থিত ছিলেন।
অভিযান শেষে নির্বাহী ম্যাজিস্ট্রেট নাজমুল হোসেন বলেন, “পরিবেশের জন্য মারাত্মক ক্ষতিকর নিষিদ্ধ পলিথিনের ব্যবহার বন্ধে সরকারের নির্দেশনা অনুযায়ী নিয়মিত ভ্রাম্যমাণ আদালতের অভিযান পরিচালনা করা হচ্ছে। জনস্বার্থে এ ধরনের অভিযান ভবিষ্যতেও অব্যাহত থাকবে।”
তিনি ব্যবসায়ীদের আইন মেনে চলার পাশাপাশি পরিবেশবান্ধব বিকল্প ব্যাগ ব্যবহারের আহ্বান জানান।
এদিকে স্থানীয় সচেতন মহল ও বাজারের সাধারণ ব্যবসায়ীরা পরিবেশ সুরক্ষায় প্রশাসনের এই উদ্যোগকে স্বাগত জানিয়ে নিষিদ্ধ পলিথিনের বিরুদ্ধে নিয়মিত অভিযান ও কঠোর নজরদারি অব্যাহত রাখার দাবি জানিয়েছেন।
অপরাধ
বেলকুচিতে ভ্রাম্যমাণ আদালতের অভিযান: চার ব্যবসায়ীকে ২৬ হাজার টাকা জরিমানা, জব্দ ১৩০৬ কেজি নিষিদ্ধ পলিথিন
প্রকাশ: ১৯ জানুয়ারি ২০২৬, ১০:২৫ পূর্বাহ্ণ
পড়া হয়েছে: ৫ বার
বিজ্ঞাপন
সম্পর্কিত খবর
আলফাডাঙ্গায় শত বছরের পুরনো ১১৯ কেজি ওজনের কষ্টি পাথরের মূর্তি উদ্ধার, একজন আটক
4 hours আগে
শিক্ষক-শিক্ষক সংঘর্ষের প্রতিবাদে ডুমুরিয়ার খর্নিয়া মাধ্যমিক বিদ্যালয়ের শিক্ষার্থীদের সড়ক অবরোধ
13 hours আগে

Leave a Reply