হোম / কুড়িগ্রাম
কুড়িগ্রাম

বিদ্যুৎ গ্রাহক ভোগান্তির সংবাদ প্রকাশ করায় সাংবাদিককে হুমকির অভিযোগ

প্রকাশ: ২১ জানুয়ারি ২০২৬, ১২:৫৪ অপরাহ্ণ পড়া হয়েছে: ১০৯ বার


আনোয়ারুল ইসলাম জুয়েল, চিলমারী (কুড়িগ্রাম) প্রতিনিধিঃ
কুড়িগ্রামের চিলমারীতে সাধারণ গ্রাহক ও সেচ মালিকদের বৈধ বিদ্যুৎ সংযোগ নির্বিচারে বিচ্ছিন্ন করার অভিযোগে প্রকাশিত সংবাদকে কেন্দ্র করে এক সাংবাদিককে হুমকি দেওয়ার অভিযোগ উঠেছে পল্লী বিদ্যুৎ চিলমারী জোনাল অফিসের ডিজিএম ফকর উদ্দিনের বিরুদ্ধে।
অভিযোগ সূত্রে জানা যায়, পল্লী বিদ্যুৎ চিলমারী জোনাল অফিসের ডিজিএম ফকর উদ্দিনের নির্দেশে বৈধ সংযোগ থাকা সত্ত্বেও সাধারণ গ্রাহক ও সেচ মালিকদের বিদ্যুৎ সংযোগ বিচ্ছিন্ন করা হয়। এতে এলাকায় চরম ভোগান্তির সৃষ্টি হয়। গ্রাহকদের এই দুর্ভোগের বিষয়টি সামাজিক যোগাযোগ মাধ্যম ও বিভিন্ন অনলাইন সংবাদমাধ্যমে প্রকাশিত হলে ডিজিএম ফকর উদ্দিন ক্ষিপ্ত হয়ে ওঠেন।
স্থানীয়দের অভিযোগ, বকেয়া বিল আদায়ের নামে তিনি কৌশলে সাধারণ মানুষের কাছ থেকে অর্থ আদায় করতে নির্বিচারে সংযোগ বিচ্ছিন্ন করছেন, যা বিদ্যুৎ গ্রাহকদের প্রতি নির্যাতন ও প্রতারণার শামিল।
সংবাদ প্রকাশের জেরে সংশ্লিষ্ট সাংবাদিকের বিরুদ্ধে ‘মব সৃষ্টি’র অভিযোগ এনে তাকে “দেখে নেওয়া হবে” বলে হুমকি দেওয়া হয় বলে অভিযোগ উঠেছে। এমনকি ওই সাংবাদিকের বকেয়া বিল পরিশোধের দিনেই ডিজিএম ফকর উদ্দিন তার অধীনস্থ কর্মচারী পাঠিয়ে সাংবাদিকের বাসার বিদ্যুৎ সংযোগ বিচ্ছিন্ন করান।
এ বিষয়ে সাংবাদিক সরাসরি ডিজিএম ফকর উদ্দিনের সঙ্গে কথা বলতে গেলে তিনি সাংবাদিককে ‘অজ্ঞ’ বলে মন্তব্য করেন এবং পুনরায় হুমকি দেন বলে জানা গেছে।
ঘটনাটি নিয়ে চিলমারী উপজেলা নির্বাহী অফিসার সবুজ কুমার বসাক এবং চিলমারী মডেল থানার অফিসার ইনচার্জকে অবহিত করা হয়েছে। স্থানীয় সাংবাদিক মহল ও সচেতন মহল ঘটনার সুষ্ঠু তদন্ত ও দোষীদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণের দাবি জানিয়েছেন।

বিজ্ঞাপন

মন্তব্য

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

error: Content is protected !!