হোম / কুড়িগ্রাম
কুড়িগ্রাম

বিএনপি চেয়ারম্যান তারেক রহমানের সঙ্গে ভুটানের রাষ্ট্রদূতের সৌজন্য সাক্ষাৎ

প্রকাশ: ১৭ জানুয়ারি ২০২৬, ১১:৪০ অপরাহ্ণ পড়া হয়েছে: ১৩৩ বার


নিজস্ব প্রতিবেদক:
বিএনপির চেয়ারম্যান তারেক রহমানের সঙ্গে বাংলাদেশে নিযুক্ত ভুটানের রাষ্ট্রদূত দাশো কারমা হামু দর্জি সৌজন্য সাক্ষাৎ করেছেন।
শনিবার (১৭ জানুয়ারি) বিকেলে বিএনপির গুলশান কার্যালয়ে এ সৌজন্য সাক্ষাৎ অনুষ্ঠিত হয়। সাক্ষাৎকালে পারস্পরিক কুশল বিনিময়ের পাশাপাশি বাংলাদেশ ও ভুটানের মধ্যকার দ্বিপাক্ষিক সম্পর্ক, আঞ্চলিক সহযোগিতা এবং পারস্পরিক আগ্রহের বিভিন্ন বিষয় নিয়ে আলোচনা হয় বলে দলীয় সূত্রে জানা গেছে।
এর আগে সম্প্রতি বাংলাদেশে নিযুক্ত নেপালের রাষ্ট্রদূত ঘনশ্যাম ভান্ডারীও বিএনপি চেয়ারম্যান তারেক রহমানের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেন। এসব সাক্ষাৎকে কূটনৈতিক সৌহার্দ্য ও পারস্পরিক সম্পর্ক জোরদারে ইতিবাচক বলে মনে করছেন রাজনৈতিক বিশ্লেষকরা।
সৌজন্য সাক্ষাৎকালে বিএনপির জ্যেষ্ঠ নেতৃবৃন্দও উপস্থিত ছিলেন বলে জানা গেছে।

বিজ্ঞাপন

মন্তব্য

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

error: Content is protected !!