হোম / আন্তর্জাতিক
আন্তর্জাতিক

বাংলাদেশ বৌদ্ধ যুব পরিষদ চট্টগ্রামের উদ্যোগে নীলফামারীতে শীতবস্ত্র বিতরণ

প্রকাশ: ২০ জানুয়ারি ২০২৬, ১১:৩৯ অপরাহ্ণ পড়া হয়েছে: ২৩ বার
বাংলাদেশ বৌদ্ধ যুব পরিষদ চট্টগ্রামের উদ্যোগে নীলফামারীতে শীতবস্ত্র বিতরণ
বাংলাদেশ বৌদ্ধ যুব পরিষদ চট্টগ্রামের উদ্যোগে নীলফামারীতে শীতবস্ত্র বিতরণ


তপন দাস নীলফামারী প্রতিনিধি
বাংলাদেশ বৌদ্ধ যুব পরিষদ চট্টগ্রামের উদ্যোগে এবং রুক্ষিণী–আরতী স্মৃতি জনকল্যাণ ফাউন্ডেশনের সার্বিক সহযোগিতায় উত্তরের জনপদ নীলফামারীতে শীতার্ত মানুষের মাঝে শীতবস্ত্র বিতরণ করা হয়েছে।
মঙ্গলবার বিকেলে নীলফামারী জেলা বৌদ্ধ বিহার মন্দির মাঠে আয়োজিত এই শীতবস্ত্র বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ৪ নং পলাশবাড়ী ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান ইব্রাহিম তালুকদার।
অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন বাংলাদেশ বৌদ্ধ যুব পরিষদ নীলফামারীর প্রতিনিধি ও শীতবস্ত্র বিতরণ প্রকল্প কর্মকর্তা উত্তম কুমার মালোসহ স্থানীয় রাজনৈতিক ও সামাজিক সংগঠনের নেতৃবৃন্দ।
প্রধান অতিথির বক্তব্যে চেয়ারম্যান ইব্রাহিম তালুকদার বলেন, “বাংলাদেশ বৌদ্ধ যুব পরিষদ চট্টগ্রামকে সাধুবাদ জানাই। তারা আমাদের উত্তরের শীতার্ত মানুষের কথা চিন্তা করে নিয়মিতভাবে শীতবস্ত্র বিতরণের মাধ্যমে সহায়তা করে যাচ্ছে। এছাড়াও বৌদ্ধ বিহারটির যাতায়াতের রাস্তাটি খুবই বেহাল অবস্থায় রয়েছে। আমি আশ্বাস দিচ্ছি, অচিরেই ওই রাস্তা সংস্কার করা হবে এবং বিহারটির সার্বিক উন্নয়নে আমার সাধ্য অনুযায়ী প্রয়োজনীয় সহযোগিতা প্রদান করা হবে।”
এ সময় বক্তব্য রাখেন বাংলাদেশ বৌদ্ধ যুব পরিষদ নীলফামারীর প্রতিনিধি ও শীতবস্ত্র বিতরণ প্রকল্প কর্মকর্তা উত্তম কুমার মালো। তিনি শীতার্ত মানুষের পাশে দাঁড়ানোর জন্য সংশ্লিষ্ট সকলের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেন।
অনুষ্ঠানে বিভিন্ন স্বেচ্ছাসেবী সংগঠনের স্বেচ্ছাসেবক, স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ এবং ইলেকট্রনিক ও প্রিন্ট মিডিয়ার সাংবাদিকরা উপস্থিত ছিলেন।
শীতবস্ত্র বিতরণ অনুষ্ঠানে ওই এলাকার মোট ৫৮ জন শীতার্ত মানুষের মাঝে শীতবস্ত্র বিতরণ করা হয়।

বিজ্ঞাপন

মন্তব্য

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

error: Content is protected !!