হোম / অপরাধ
অপরাধ

বকশীগঞ্জ ছাত্রদলের আহ্বায়ক শামীমের বিরুদ্ধে সংবাদ সম্মেলন, গ্রেপ্তারের দাবি

প্রকাশ: ১১ জানুয়ারি ২০২৬, ০২:০০ পূর্বাহ্ণ পড়া হয়েছে: ৮৫ বার


জামালপুর প্রতিনিধি :
বকশীগঞ্জ উপজেলা ছাত্রদলের আহ্বায়ক জোবায়দুল ইসলাম শামীমের বিরুদ্ধে এক সংবাদ সম্মেলন করেছেন দেওয়ানগঞ্জ উপজেলার আবদুল্লাহ আল মাহফুজ নামের এক ব্যক্তি। শুক্রবার (গতকাল) বিকেলে দেওয়ানগঞ্জ প্রেস ক্লাবে এ সংবাদ সম্মেলন অনুষ্ঠিত হয়।
সংবাদ সম্মেলনে আবদুল্লাহ আল মাহফুজ অভিযোগ করে বলেন, বকশীগঞ্জ উপজেলার জাতীয়তাবাদী ছাত্রদলের আহ্বায়ক জোবায়দুল ইসলাম শামীম দীর্ঘদিন ধরে তার স্ত্রী খাদিজাকে মিথ্যা আশ্বাস ও প্রলোভনের মাধ্যমে মানসিকভাবে প্রভাবিত করে আসছিলেন। একপর্যায়ে বিষয়টি গুরুতর আকার ধারণ করে। চলতি মাসের ১ ফেব্রুয়ারি রাতে দেওয়ানগঞ্জ উপজেলার পোল্লাকান্দী গ্রামে খাদিজার সঙ্গে অনৈতিক অবস্থায় এলাকাবাসীর হাতে শামীম আটক হন বলেও তিনি দাবি করেন। ওই ঘটনা সামাজিক যোগাযোগ মাধ্যমসহ বিভিন্ন অনলাইন নিউজ পোর্টালে প্রকাশিত হয়েছে বলে তিনি জানান।
তিনি আরও বলেন, এর আগেও শামীম খাদিজাকে উত্যক্ত করার সময় ধরা পড়লে ক্ষমা চেয়ে ভবিষ্যতে এমন কাজ আর করবেন না বলে প্রতিশ্রুতি দেন। পারিবারিক শান্তির কথা বিবেচনায় নিয়ে তখন বিষয়টি মীমাংসা করা হয়। কিন্তু পরে আবারও একই ঘটনার পুনরাবৃত্তি ঘটে।
আবদুল্লাহ আল মাহফুজের দাবি, ১ জানুয়ারি রাতে তার স্ত্রীর ফোন বন্ধ পাওয়া যায়। পরে তিনি জানতে পারেন, পূর্বপরিকল্পিতভাবে শামীম তার বসতঘরে প্রবেশ করেন। বিষয়টি জানাজানি হলে তিনি আইনি ব্যবস্থা নিতে চাইলে অভিযুক্ত শামীম স্থানীয় প্রভাবশালীদের ডেকে এনে পরিস্থিতি ভিন্ন খাতে নেওয়ার চেষ্টা করেন। একপর্যায়ে ভীতি প্রদর্শনের মাধ্যমে তার নাবালক সন্তান ও স্ত্রীকে নিয়ে জোরপূর্বক পালিয়ে যায় বলেও অভিযোগ করেন তিনি।
এ ঘটনার পরিপ্রেক্ষিতে দেওয়ানগঞ্জ মডেল থানায় একটি লিখিত অভিযোগ দায়ের করা হয়েছে বলে জানান মাহফুজ। একই সঙ্গে তিনি অভিযোগ করেন, দলীয় নেতৃবৃন্দকে বিষয়টি জানানো হলেও নামমাত্র শোকজ ছাড়া কার্যকর কোনো ব্যবস্থা নেওয়া হয়নি। বর্তমানে শামীম সামাজিক যোগাযোগ মাধ্যম ও বিভিন্ন স্থানে খাদিজার সঙ্গে মিথ্যা বৈবাহিক সম্পর্কের দাবি করে অপপ্রচার চালাচ্ছেন বলেও তিনি অভিযোগ করেন।
সংবাদ সম্মেলনে আবদুল্লাহ আল মাহফুজ প্রশাসনের কাছে অভিযুক্ত শামীমকে দ্রুত গ্রেপ্তার করে আইনের আওতায় আনার দাবি জানান। একই সঙ্গে জাতীয়তাবাদী ছাত্রদলের কেন্দ্রীয় ও জেলা নেতৃবৃন্দ এবং জামালপুর-১ (দেওয়ানগঞ্জ-বকশীগঞ্জ) আসনের সাবেক সংসদ সদস্য ও আসন্ন নির্বাচনে ধানের শীষের প্রার্থী এম রশিদুজ্জামান মিল্লাতের কাছেও তিনি ন্যায়বিচার প্রত্যাশা করেন।
এ বিষয়ে অভিযুক্ত জোবায়দুল ইসলাম শামীমের বক্তব্য পাওয়া যায়নি।

বিজ্ঞাপন

মন্তব্য

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

error: Content is protected !!