ফুলবাড়ী (কুড়িগ্রাম) প্রতিনিধিঃ
কুড়িগ্রামের ফুলবাড়ী উপজেলার খলিশাকোঠাল সীমান্তে ভারতীয় সীমান্তরক্ষী বাহিনী (বিএসএফ) নতুন পাকা সড়ক নির্মাণের উদ্যোগ নিলে তাতে বাধা দেয় বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)। এ ঘটনাকে কেন্দ্র করে বৃহস্পতিবার (৮ জানুয়ারি) দুপুরে সীমান্ত এলাকায় বিজিবি ও বিএসএফের মধ্যে একটি পতাকা বৈঠক অনুষ্ঠিত হয়েছে।
খলিশাকোঠাল সীমান্তের আন্তর্জাতিক মেইন পিলার নম্বর ৯৩৪-এর নিকটে অনুষ্ঠিত এই পতাকা বৈঠকে বাংলাদেশের পক্ষে নেতৃত্ব দেন লালমনিরহাট-১৫ বিজিবি ব্যাটালিয়নের অধীন বালারহাট ক্যাম্প কমান্ডার সুবেদার আবু তাহের। ভারতের পক্ষে নেতৃত্ব দেন কোচবিহার জেলার সাহেবগঞ্জ থানাধীন মেঘ নারায়ণের কুঠি বিএসএফ ক্যাম্পের ইন্সপেক্টর দীপক কুমার। প্রায় আধাঘণ্টাব্যাপী বৈঠকে উভয় পক্ষের ৬ জন করে মোট ১২ জন সদস্য অংশ নেন।
বিজিবি ও স্থানীয় সূত্রে জানা গেছে, আন্তর্জাতিক মেইন পিলার ৯৩৪-এর ১ এস থেকে ১১ এস পর্যন্ত প্রায় এক কিলোমিটার এলাকায় ভারতের অভ্যন্তরে কোচবিহার জেলার সাহেবগঞ্জ থানার করলা এলাকায় কুর্শাহাট-দিনহাটা সংযোগকারী একটি পুরোনো সড়ক রয়েছে। সীমান্তঘেঁষা এই সড়কটি কোথাও ৫০ থেকে ৭০ গজ এবং কোথাও ১০০ থেকে ১২০ গজ দূরত্বে বাংলাদেশ সীমান্তের খুব কাছাকাছি অবস্থান করছে।
স্থানীয়দের অভিযোগ, গত তিন থেকে চার দিন ধরে ওই পুরোনো সড়কের পূর্ব পাশে নতুন করে পাকা সড়ক নির্মাণের কাজ শুরু করে বিএসএফ। রাতের আঁধারে বিএসএফ সদস্যদের উপস্থিতিতে নির্মাণকাজ চলতে থাকে এবং এ পর্যন্ত অর্ধ কিলোমিটারের বেশি অংশে কাজ সম্পন্ন হয়েছে। বিষয়টি নজরে আসার পর বালারহাট ক্যাম্পের বিজিবি সদস্যরা একাধিকবার নির্মাণকাজ বন্ধের জন্য বাধা দিলেও বিএসএফ তা আমলে নেয়নি।
খলিশাকোঠাল সীমান্ত এলাকার বাসিন্দা মজির রহমান জানান, রাতের বেলায় গোপনে সড়ক নির্মাণ চলছিল। বিজিবি টহল জোরদার করে কয়েক দফা কাজ বন্ধের চেষ্টা করলেও বিএসএফ নির্মাণ অব্যাহত রাখে। এতে সীমান্ত এলাকায় উত্তেজনা সৃষ্টি হলে বৃহস্পতিবার দুপুরে পতাকা বৈঠক অনুষ্ঠিত হয়।
এ বিষয়ে বালারহাট ক্যাম্প কমান্ডার সুবেদার আবু তাহের বৃহস্পতিবার বিকাল সোয়া ৩টার দিকে মুঠোফোনে জানান, সীমান্তে পাকা সড়ক নির্মাণকে কেন্দ্র করে বিএসএফের সঙ্গে পতাকা বৈঠক হয়েছে। বর্তমানে বিজিবির টহল দল সীমান্ত এলাকায় অবস্থান করছে। বিজিবির উপস্থিতি টের পেয়ে বিএসএফ সদস্যরা সড়ক নির্মাণে ব্যবহৃত কিছু সরঞ্জাম সরিয়ে নিচ্ছে বলেও তিনি জানান।
অপরাধ
ফুলবাড়ী সীমান্তে বিএসএফের সড়ক নির্মাণে বাধা, বিজিবি–বিএসএফের পতাকা বৈঠক
প্রকাশ: ৮ জানুয়ারি ২০২৬, ১০:১৭ অপরাহ্ণ
পড়া হয়েছে: ৬৭৪ বার
বিজ্ঞাপন
সম্পর্কিত খবর
বেলকুচিতে ভ্রাম্যমাণ আদালতের অভিযান: চার ব্যবসায়ীকে ২৬ হাজার টাকা জরিমানা, জব্দ ১৩০৬ কেজি নিষিদ্ধ পলিথিন
2 hours আগে
আলফাডাঙ্গায় শত বছরের পুরনো ১১৯ কেজি ওজনের কষ্টি পাথরের মূর্তি উদ্ধার, একজন আটক
2 hours আগে

Leave a Reply