কুড়িগ্রাম প্রতিনিধি,
কুড়িগ্রামের ফুলবাড়ীতে থানা পুলিশের পৃথক মাদকবিরোধী অভিযানে সাড়ে ১২ কেজি গাঁজাসহ পাঁচ নারী মাদক কারবারিকে গ্রেফতার করা হয়েছে। মঙ্গলবার (৬ জানুয়ারি) উপজেলার বিভিন্ন স্থানে অভিযান চালিয়ে তাদের আটক করা হয়।
পুলিশ সূত্রে জানা যায়, গোপন সংবাদের ভিত্তিতে ফুলবাড়ী থানা পুলিশ পৃথক অভিযান পরিচালনা করে বিপুল পরিমাণ গাঁজাসহ ওই পাঁচ নারীকে হাতেনাতে গ্রেফতার করে। গ্রেফতারকৃতরা দিনাজপুর জেলার হাকিমপুর উপজেলার ঘাসরিয়া ও মংলাপাড়া গ্রামের বাসিন্দা বলে জানা গেছে।
এ বিষয়ে ফুলবাড়ী থানার অফিসার ইনচার্জ (ওসি) মাহমুদ হাসান নাঈম জানান, গ্রেফতারকৃতদের বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দায়ের করা হয়েছে। প্রাথমিক জিজ্ঞাসাবাদ শেষে মঙ্গলবার বিকেলে তাদের কুড়িগ্রাম জেলা কারাগারে পাঠানো হয়েছে।
তিনি আরও জানান, মাদকের বিরুদ্ধে পুলিশের অভিযান অব্যাহত থাকবে এবং মাদক কারবারিদের কোনোভাবেই ছাড় দেওয়া হবে না।

Leave a Reply