হোম / ঠাকুরগাঁও
ঠাকুরগাঁও

পর্যটনে তারুণ্যের উৎসব উপলক্ষে ঠাকুরগাঁওয়ে পরিচ্ছন্নতা ও পর্যটন উন্নয়নমূলক কর্মসূচি

প্রকাশ: ২২ জানুয়ারি ২০২৬, ০২:০৬ পূর্বাহ্ণ পড়া হয়েছে: ৩৪ বার
পর্যটনে তারুণ্যের উৎসব উপলক্ষে ঠাকুরগাঁওয়ে পরিচ্ছন্নতা ও পর্যটন উন্নয়নমূলক কর্মসূচি
পর্যটনে তারুণ্যের উৎসব উপলক্ষে ঠাকুরগাঁওয়ে পরিচ্ছন্নতা ও পর্যটন উন্নয়নমূলক কর্মসূচি

নুরে আলম শাহ,ঠাকুরগাঁও প্রতিনিধি :

অন্যায়ের উৎসব নয়, নতুন বাংলাদেশ গড়ার প্রত্যয়ে ‘পর্যটনে তারুণ্যের উৎসব–২০২৫’ উপলক্ষে ঠাকুরগাঁওয়ে দিনব্যাপী পরিচ্ছন্নতা ও পর্যটন উন্নয়নমূলক নানা কর্মসূচি অনুষ্ঠিত হয়েছে। বাংলাদেশ ট্যুরিজম বোর্ডের উদ্যোগে এবং বেসামরিক বিমান পরিবহন ও পর্যটন মন্ত্রণালয়ের তত্ত্বাবধানে এ কর্মসূচিগুলো বাস্তবায়ন করা হয়।

রোববার সকালে ঠাকুরগাঁও সরকারি কলেজ মাঠে ‘পর্যটনে তারুণ্যের উৎসব–২০২৫’ উপলক্ষে আয়োজিত উদ্বোধনী অনুষ্ঠানের মাধ্যমে কর্মসূচির সূচনা হয়। পরে দুপুর ১২টায় ঠাকুরগাঁও সরকারি বালক উচ্চ বিদ্যালয়ের খেলার মাঠ (বড় মাঠ)-এ এক বৃহৎ পরিষ্কার-পরিচ্ছন্নতা ক্যাম্পেইন অনুষ্ঠিত হয়। এতে বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ ও তরুণরা স্বতঃস্ফূর্তভাবে অংশগ্রহণ করেন।

একই দিনে দুপুরে ঠাকুরগাঁওয়ে ইকো-সোশ্যাল ডেভেলপমেন্ট অর্গানাইজেশন (ইএসডিও) আয়োজিত কৃষি পর্যটন উন্নয়ন বিষয়ক সেমিনারেও অংশগ্রহণ করেন সংশ্লিষ্ট কর্মকর্তারা।

কর্মসূচিতে সভাপতিত্ব করেন ঠাকুরগাঁও  জেলা প্রশাসক ইশরাত ফারজানা। 

এ সময় বেসামরিক বিমান পরিবহন ও পর্যটন মন্ত্রণালয়ের কর্মকর্তাবৃন্দ, বাংলাদেশ ট্যুরিজম বোর্ডের প্রতিনিধিসহ বিভিন্ন দপ্তরের সংশ্লিষ্টরা উপস্থিত ছিলেন।

বক্তারা বলেন, পরিচ্ছন্ন ও পরিবেশবান্ধব পর্যটন বিকাশে তারুণ্যের সক্রিয় অংশগ্রহণ অত্যন্ত গুরুত্বপূর্ণ। এই ধরনের কর্মসূচি তরুণ সমাজকে সচেতন করার পাশাপাশি দেশের পর্যটন শিল্পের টেকসই উন্নয়নে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে।

উল্লেখ্য, কর্মসূচি শেষে বিকালে ঠাকুরগাঁও থেকে সৈয়দপুরের উদ্দেশ্যে যাত্রা করা হয় এবং পরে সৈয়দপুর বিমানবন্দর হয়ে ঢাকার উদ্দেশ্যে রওনা হন অংশগ্রহণকারীরা।

বিজ্ঞাপন

মন্তব্য

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

error: Content is protected !!