কক্সবাজার প্রতিনিধিঃ
কক্সবাজারের সীমান্ত উপজেলা টেকনাফের হ্নীলা এলাকায় বাংলাদেশ নৌবাহিনীর যৌথ অভিযানে বিপুল পরিমাণ মাদক ও একটি বিদেশি পিস্তল উদ্ধার করা হয়েছে। অভিযানে ৫০ হাজার পিস ইয়াবা ট্যাবলেট ও ১টি বিদেশি পিস্তল উদ্ধারসহ একজন মাদক কারবারিকে আটক করা হয়।
মঙ্গলবার (২০ জানুয়ারি) দুপুরে এ তথ্য নিশ্চিত করেন বাংলাদেশ নৌবাহিনীর মিডিয়া কর্মকর্তা। তিনি জানান, গোপন সংবাদের ভিত্তিতে নৌবাহিনীর একটি আভিযানিক দল হ্নীলা ইউনিয়নের আলিখালী এলাকার জামাই বাজার সংলগ্ন এলাকায় কৌশলগতভাবে অবস্থান নেয়। এ সময় মাদক ব্যবসায়ী মো. রফিক ওরফে বরমাইয়া রফিক একটি সিএনজি যোগে ওই এলাকায় এলে তাকে আটক করা হয়।
প্রাথমিকভাবে সিএনজিটি তল্লাশি করে কোনো মাদকদ্রব্য পাওয়া না গেলেও জিজ্ঞাসাবাদে আটক ব্যক্তি স্বীকার করে যে, মাদকের চালানটি তার দুই সহযোগীর মাধ্যমে চৌধুরীপাড়া ব্রিজ সংলগ্ন একটি মাটির স্তুপের নিচে পুঁতে রাখা হয়েছে। তার দেওয়া তথ্যের ভিত্তিতে নৌবাহিনীর আভিযানিক দল তাৎক্ষণিকভাবে ওই এলাকায় তল্লাশি অভিযান চালায়। পরে মাটির স্তুপের নিচে পুঁতে রাখা একটি ব্যাগ থেকে ৫০ হাজার পিস ইয়াবা ট্যাবলেট এবং একটি বিদেশি পিস্তল উদ্ধার করা হয়।
আটককৃত মাদক কারবারির বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণের লক্ষ্যে উদ্ধারকৃত অস্ত্র ও মাদকদ্রব্যসহ তাকে টেকনাফ থানায় হস্তান্তর করা হয়েছে। পুলিশ সূত্রে জানা গেছে, আটক রফিকের বিরুদ্ধে টেকনাফ থানায় মাদক পাচারের একাধিক অভিযোগ রয়েছে।
নৌবাহিনী সূত্র আরও জানায়, আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে সরকার ও নির্বাচন কমিশনের নির্দেশনা বাস্তবায়নে সমুদ্র ও উপকূলীয় এলাকার নিরাপত্তা নিশ্চিত করতে নৌবাহিনী সক্রিয়ভাবে দায়িত্ব পালন করছে। একই সঙ্গে অবৈধ ও লুণ্ঠিত অস্ত্র উদ্ধার, অভ্যন্তরীণ সন্ত্রাস, মাদক ও অন্যান্য অপরাধ প্রতিরোধে নিয়মিত অভিযান পরিচালনা করা হচ্ছে।
শান্তিপূর্ণ নির্বাচনী পরিবেশ বজায় রাখতে বর্তমানে ৮টি জেলার অন্তর্গত ১৬টি সংসদীয় আসনে ২৫টি কন্টিনজেন্টে প্রায় ৫ হাজার নৌবাহিনী সদস্য দায়িত্ব পালন করছেন।
অপরাধ
নৌবাহিনীর যৌথ অভিযানে হ্নীলায় ৫০ হাজার পিস ইয়াবা ও বিদেশি পিস্তল উদ্ধার
প্রকাশ: ২১ জানুয়ারি ২০২৬, ০৭:১৫ অপরাহ্ণ
পড়া হয়েছে: ১০ বার
বিজ্ঞাপন

Leave a Reply