মানিকগঞ্জ প্রতিনিধিঃ
আসন্ন জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে ভোটারদের নিরাপত্তা ও নির্বাচন ব্যবস্থার স্বচ্ছতা নিশ্চিত করতে সরকার সর্বোচ্চ সতর্ক অবস্থানে রয়েছে বলে জানিয়েছেন জ্বালানি ও খনিজ সম্পদ উপদেষ্টা মুহাম্মদ ফাওজুল কবির খান। তিনি সতর্ক করে বলেন, নির্বাচনী প্রক্রিয়ায় অনিয়মের সঙ্গে জড়িত কাউকে ছাড় দেওয়া হবে না; আইন অনুযায়ী কঠোর শাস্তি নিশ্চিত করা হবে।
সোমবার (১৯ জানুয়ারি) দুপুরে মানিকগঞ্জ জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে জেলা প্রশাসনের আয়োজনে অনুষ্ঠিত গণভোট প্রচার ও ভোটার উদ্বুদ্ধকরণ বিষয়ক মতবিনিময় সভায় প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন তিনি।
উপদেষ্টা জানান, এবারের নির্বাচন অতীতের যেকোনো নির্বাচনের তুলনায় ভিন্ন গুরুত্ব বহন করছে। নির্ধারিত সময়ের আগে ২০২৬ সালে জাতীয় সংসদ নির্বাচন আয়োজনের পেছনে যে রাজনৈতিক ও সামাজিক বাস্তবতা রয়েছে, তা জাতির জন্য স্মরণীয়। বহু মানুষের আত্মত্যাগের বিনিময়ে অর্জিত এই গণতান্ত্রিক পরিবেশ রক্ষা করা সবার দায়িত্ব।
তিনি বলেন, নির্বাচনে সব প্রার্থীর জন্য সমান সুযোগ নিশ্চিত করা হবে। কোনো দল, জোট বা গোষ্ঠীকে বাড়তি সুবিধা দেওয়ার সুযোগ নেই। নির্বাচনী আচরণবিধি লঙ্ঘনকারীদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়া হবে।
ভোটকেন্দ্রের প্রস্তুতি সম্পর্কে তিনি জানান, প্রতিটি ভোটকেন্দ্রে নিরবচ্ছিন্ন বিদ্যুৎ সরবরাহ নিশ্চিত করা হবে। যেসব এলাকায় বিদ্যুৎ সমস্যার আশঙ্কা রয়েছে, সেখানে সৌর বিদ্যুৎ ব্যবহারের ব্যবস্থা রাখা হয়েছে। পাশাপাশি স্বচ্ছ ভোটগ্রহণ নিশ্চিত করতে প্রতিটি ভোটকেন্দ্রে সিসিটিভি ক্যামেরা স্থাপন করা হবে।
ভোটারদের যাতায়াত নির্বিঘ্ন রাখতে সড়ক ও অবকাঠামোগত উন্নয়ন কাজ ইতোমধ্যে সম্পন্ন হয়েছে উল্লেখ করে উপদেষ্টা বলেন, কোনো ধরনের ভয়ভীতি, চাপ বা প্রতিবন্ধকতা ছাড়াই ভোটাররা যেন তাদের ভোটাধিকার প্রয়োগ করতে পারেন, তা সরকার নিশ্চিত করবে।
গণভোট প্রচার প্রসঙ্গে তিনি বলেন, গণভোট সফল করতে সর্বস্তরের মানুষের সহযোগিতা প্রয়োজন। তবে যেসব কর্মকর্তা সরাসরি নির্বাচনী দায়িত্বে রয়েছেন, তারা ‘হ্যাঁ’ ভোটের পক্ষে প্রচারে অংশ নিতে পারবেন না। অন্য সরকারি কর্মকর্তা-কর্মচারীরা প্রচারে অংশ নিতে পারবেন। তবে কোনো নাগরিককে ভোট দিতে বাধ্য করা যাবে না।
সভায় জেলা প্রশাসক নাজমুন আরা সুলতানার সভাপতিত্বে বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন মানিকগঞ্জের পুলিশ সুপার মোহাম্মদ সরোয়ার আলমসহ বিভিন্ন সরকারি দপ্তরের ঊর্ধ্বতন কর্মকর্তারা।
কুড়িগ্রাম
নির্বিঘ্ন ভোটাধিকার নিশ্চিতে ভোটকেন্দ্রে সিসিটিভি বসানো হবে: জ্বালানি উপদেষ্টা
প্রকাশ: ১৯ জানুয়ারি ২০২৬, ০৯:৩৪ অপরাহ্ণ
পড়া হয়েছে: ৮ বার
বিজ্ঞাপন

Leave a Reply