কক্সবাজার প্রতিনিধিঃ আসন্ন জাতীয় সংসদ নির্বাচনকে কেন্দ্র করে সারাদেশে যৌথবাহিনীর অভিযান শুরু হতে যাচ্ছে বলে জানিয়েছেন নির্বাচন কমিশনার ব্রিগেডিয়ার জেনারেল (অব.) আবুল ফজল মো. সানাউল্লাহ। তিনি বলেন, আজ রোববারের মধ্যেই এ বিষয়ে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের পরিপত্র জারি করা হবে।
রোববার (৪ জানুয়ারি) কক্সবাজারে জেলা প্রশাসনের আয়োজনে এক সভায় আগাম এই তথ্য জানান তিনি। সভায় নির্বাচনকালীন আইনশৃঙ্খলা পরিস্থিতি ও নিরাপত্তা ব্যবস্থা নিয়ে বিস্তারিত আলোচনা করা হয়।
নির্বাচন কমিশনার মো. সানাউল্লাহ জানান, “এখন থেকে সারাদেশে যৌথবাহিনীর অপারেশন শুরু হবে। এ লক্ষ্যে সকল বাহিনীর প্রধানদের নিয়ে নির্বাচন কমিশনে ইতোমধ্যে বৈঠক হয়েছে। বিষয়টি সংশ্লিষ্ট সব হেডকোয়ার্টার অবগত রয়েছে।”
তিনি বলেন, যৌথবাহিনীর অভিযানের মূল লক্ষ্য হবে তিনটি। প্রথমত, নির্বাচন সামনে রেখে অবৈধ অস্ত্রের যে সরবরাহ রয়েছে, তা উদ্ধার করা। যেগুলো উদ্ধার করা সম্ভব হবে না, সেগুলো যেন কোনো অপকর্মে ব্যবহার না হয়—সে বিষয়টি নিশ্চিত করা। দ্বিতীয়ত, চিহ্নিত সন্ত্রাসীদের গ্রেপ্তার করে আইনের আওতায় আনা। তৃতীয়ত, নির্বাচনকেন্দ্রিক দল ও প্রার্থীদের আচরণবিধির বড় ধরনের ব্যত্যয় ঘটলে যৌথবাহিনী ব্যবস্থা নেবে। তবে ছোটখাটো ব্যত্যয় রুটিন দায়িত্বপ্রাপ্ত কমিটিগুলো দেখবে বলে জানান তিনি।
রোহিঙ্গা ক্যাম্প সংক্রান্ত বিষয়ে আইনশৃঙ্খলা বাহিনীকে বিশেষভাবে সতর্ক করেন নির্বাচন কমিশনার। তিনি বলেন, “ক্যাম্পগুলো সিল করে দিতে হবে। স্থল সীমান্ত ও সাগরপথে নজরদারি আরও জোরদার করতে হবে, যাতে কোনোভাবেই দুষ্কৃতিকারীরা এসব পথ ব্যবহার করে অপরাধ সংঘটিত করতে না পারে।”
নির্বাচন কমিশনের এই ঘোষণার পর নির্বাচনকে ঘিরে নিরাপত্তা ব্যবস্থা আরও জোরদার হচ্ছে বলে মনে করছেন সংশ্লিষ্টরা। যৌথবাহিনীর তৎপরতায় নির্বাচনকালীন সহিংসতা ও অপরাধ নিয়ন্ত্রণে থাকবে—এমন প্রত্যাশা সাধারণ মানুষের।
কুড়িগ্রাম
নির্বাচন সামনে রেখে সারাদেশে যৌথবাহিনীর অভিযান শুরু: নির্বাচন কমিশনার আবুল ফজল মো. সানাউল্লাহ
প্রকাশ: ৫ জানুয়ারি ২০২৬, ১২:১৮ পূর্বাহ্ণ
পড়া হয়েছে: ৪২০ বার
বিজ্ঞাপন
সম্পর্কিত খবর
বেলকুচিতে ভ্রাম্যমাণ আদালতের অভিযান: চার ব্যবসায়ীকে ২৬ হাজার টাকা জরিমানা, জব্দ ১৩০৬ কেজি নিষিদ্ধ পলিথিন
2 hours আগে
আলফাডাঙ্গায় শত বছরের পুরনো ১১৯ কেজি ওজনের কষ্টি পাথরের মূর্তি উদ্ধার, একজন আটক
2 hours আগে

Leave a Reply