হোম / জাতীয়
জাতীয়

নিজেকে এমএলএ ফাটাকেষ্ট বললেন স্বতন্ত্র প্রার্থী শিহাব আহমেদ

প্রকাশ: ২২ জানুয়ারি ২০২৬, ০১:৪৯ পূর্বাহ্ণ পড়া হয়েছে: ৪২ বার
নিজেকে এমএলএ ফাটাকেষ্ট বললেন স্বতন্ত্র প্রার্থী শিহাব আহমেদ
নিজেকে এমএলএ ফাটাকেষ্ট বললেন স্বতন্ত্র প্রার্থী শিহাব আহমেদ

লালমনিরহাট প্রতিনিধি

নিজেকে এমএলএ ফাটাকেষ্ট উল্লেখ করলেন লালমনিরহাট -১ (হাতিবান্ধা ও পাটগ্রাম) আসনের স্বতন্ত্র প্রার্থী শিহাব আহমেদ। বুধবার (২১জানুয়ারি) বিকালে জেলা রিটার্নিং কর্মকর্তার কার্যালয় থেকে ঘোড়া মার্কা প্রতীক পেয়ে স্থানীয় সাংবাদিকদের  প্রশ্নের জবাবে স্বতন্ত্র প্রার্থী শিহাব আহমেদ বলেন, আমি  হাতীবান্ধা- পাটগ্রামের এমএলএ ফাটাকেষ্ট, যা সমগ্র বাংলাদেশ দেখেছে, আলহামদুলিল্লাহ। 

স্বতন্ত্র প্রার্থী বলেন, “আমি আমার জায়গাটা থেকে সেরাটা দিয়ে কাজ করে যাবো। 

তিনি বলেন, আমার লোকজনের উপর যে প্রেশার আসতেছে, রাজনীতির মাঠ থেকে, রাজনৈতিক দলগুলো যে প্রেশার ক্রিয়েট করতেছে, আমি প্রশাসনের কাছে জোর দাবি জানাচ্ছি, আপনারা চোখ কান খোলা রাখবেন এবং সবার জন্য সমানভাবে কাজ করে যাবেন, যে হাতীবান্ধা পাটগ্রাম থেকে আমরা একটা সুষ্ঠু নির্বাচন পাই। প্রতিহিংসার কোনো নির্বাচন আমরা হাতীবান্ধা পাটগ্রামে দেখতে চাই না। 

তিনি আরো বলেন, আমরা চাই প্রার্থী হিসেবে আমার যে মূল্যায়ন, দলীয় প্রতীক থেকে যাঁরা দাড়াচ্ছেন, তাদের মূল্যায়ন যেন সমান হয়। আমরা হাতীবান্ধা পাটগ্রাম থেকে যদি সমান অধিকার পাই তাহলে একটা বিপ্লব ঘটায় দিয়ে দেখায় দিয়া যাবো ইনশাআল্লাহ”।

লালমনিরহাটের ৩টি আসনে উৎসবমুখর পরিবেশে প্রতীক বরাদ্দ দেয়া হয়েছে। কাল ২২জানুয়ারি থেকে প্রচারণায় নামবেন প্রার্থীরা। বুধবার সকাল ১০টা থেকেই উৎসবমুখর পরিবেশ লালমনিরহাট জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে প্রতীক বরাদ্দ দেওয়া হয়। জেলা প্রশাসক ও রিটার্নিং অফিসার এইচ এম রকিব হায়দার জেলার ৩টি আসনের প্রতিদ্বন্দ্বী রাজনৈতিক দল ও স্বতন্ত্র প্রার্থীসহ মোট ২২জনের হাতে নির্বাচনী প্রতীক তুলে দেন।  

বিজ্ঞাপন

মন্তব্য

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

error: Content is protected !!