হোম / কুড়িগ্রাম
কুড়িগ্রাম

নারী শিক্ষায় বেগম জিয়ার অবদান অনস্বীকার্য — শোকবই উন্মুক্তকালে ইআবি উপাচার্য

প্রকাশ: ১২ জানুয়ারি ২০২৬, ০৯:১৬ অপরাহ্ণ পড়া হয়েছে: ৩১৭ বার


ঢাকা প্রতিনিধি:
সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার ইন্তেকালে গভীর শোক প্রকাশ করেছে ইসলামি আরবি বিশ্ববিদ্যালয় (ইআবি)। এ উপলক্ষে বিশ্ববিদ্যালয়ে একটি শোকবই উন্মুক্ত করা হয়েছে। সোমবার (১২ জানুয়ারি ২০২৬) বিশ্ববিদ্যালয়ের ভাইস-চ্যান্সেলর প্রফেসর ড. মো. শামছুল আলম আনুষ্ঠানিকভাবে শোকবইয়ের উদ্বোধন করেন।
বিশ্ববিদ্যালয় প্রশাসন ভবনের দ্বিতীয় তলায় ভিসি নিজে শোকবইয়ে স্বাক্ষর করার মাধ্যমে এটি সর্বসাধারণের শ্রদ্ধা নিবেদনের জন্য উন্মুক্ত করেন।
শোকবইয়ে স্বাক্ষর শেষে ভাইস-চ্যান্সেলর প্রফেসর ড. মো. শামছুল আলম মরহুমার বিদেহী আত্মার মাগফিরাত কামনা করেন। তিনি বলেন, বেগম খালেদা জিয়া ছিলেন বাংলাদেশের রাজনীতির এক গুরুত্বপূর্ণ ব্যক্তিত্ব। দীর্ঘ রাজনৈতিক সংগ্রামের পাশাপাশি দেশের শিক্ষা উন্নয়ন, বিশেষ করে নারী শিক্ষার প্রসারে তাঁর অবদান অনস্বীকার্য ও স্মরণীয় হয়ে থাকবে।
শোকবই উন্মুক্তকরণ অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন বিশ্ববিদ্যালয়ের প্রো-ভাইস চ্যান্সেলর প্রফেসর ড. মোহাম্মদ শহীদুল ইসলাম, প্রো-ভাইস চ্যান্সেলর প্রফেসর ড. মোহাম্মদ আবু জাফর খান, রেজিস্ট্রার মোঃ আইউব হোসেন, পরীক্ষা নিয়ন্ত্রক মোহাম্মদ আলীসহ বিভিন্ন বিভাগের প্রধান, শিক্ষক, কর্মকর্তা-কর্মচারী এবং বিশ্ববিদ্যালয়ের অধিভুক্ত ফাজিল ও কামিল মাদরাসার প্রতিনিধিগণ।
বিশ্ববিদ্যালয় প্রশাসন সূত্রে জানানো হয়েছে, শোকবইটি আগামী ২২ জানুয়ারি ২০২৬ পর্যন্ত সর্বসাধারণের শ্রদ্ধা নিবেদনের জন্য উন্মুক্ত থাকবে।

বিজ্ঞাপন

মন্তব্য

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

error: Content is protected !!