হোম / আন্তর্জাতিক
আন্তর্জাতিক

নাগেশ্বরীতে Space to Lead Project–এর প্রকল্প অবহিতকরণ সভা অনুষ্ঠিত

প্রকাশ: ১৯ জানুয়ারি ২০২৬, ০৬:১৭ অপরাহ্ণ পড়া হয়েছে: ৫৫ বার
নাগেশ্বরীতে Space to Lead Project–এর প্রকল্প অবহিতকরণ সভা অনুষ্ঠিত
নাগেশ্বরীতে Space to Lead Project–এর প্রকল্প অবহিতকরণ সভা অনুষ্ঠিত

মো. মসলেম উদ্দিন
নাগেশ্বরী প্রতিনিধি :

সুইডিশ সরকার ও Swedish International Development Cooperation Agency (Sida)–এর অর্থায়নে এবং Plan International Bangladesh–এর তত্ত্বাবধানে বাস্তবায়িত “Space to Lead Project”–এর প্রকল্প অবহিতকরণ সভা ভাবে অনুষ্ঠিত হয়েছে।
অনুষ্ঠানটি কুড়িগ্রামের নাগেশ্বরী উপজেলা নির্বাহী কর্মকর্তার সভাকক্ষে আয়োজন করা হয়। সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন নাগেশ্বরী উপজেলা উপজেলা নির্বাহী কর্মকর্তা শারমিন জাহান লুনা। তিনি বলেন,  Space to lead Project  এর সকল কার্যক্রম সফল করার জন্য সব ধরনের সহযোগীতা করা হবে।  অবহিতকরন সভায় স্বাগত বক্তব্য প্রদান করেন আসমানী ফাউন্ডেশনের নির্বাহী পরিচালক শিরিন আক্তার আশা। এছাড়াও সভায়  উপস্হিত ছিলেন নাগেশ্বরী উপজেলা বিএনপি’র আহ্বায়ক অধ্যাপক গোলাম রসুল রাজা, উপজেলা জামায়াতের আমীর- আব্দুল মান্নান,   উপজেলা প্রশাসনের বিভিন্ন দপ্তরের কর্মকর্তা, স্থানীয় সরকার প্রতিনিধি, সহযোগী সংস্থার প্রতিনিধিবৃন্দ, উপজেলা প্রেসক্লাবের সভাপতি – শাহীন শহীদ, গণমাধ্যমকর্মী সহ বিভিন্ন পর্যায়ের অংশীজনরা উপস্থিত ছিলেন।

প্রকল্পের মূল উপস্থাপনা
(Power point): সংস্থার পরিচিতি, প্রকল্পের লক্ষ্য, উদ্দেশ্য, কর্মএলাকা, বাজেট, কর্মপরিকল্পনা ও সভায় প্রকল্পের সার্বিক লক্ষ্য, উদ্দেশ্য, কর্মপরিকল্পনা ও বাস্তবায়ন কৌশল বিস্তারিতভাবে উপস্থাপন করেন মোঃ হুমায়ন কবীর, পরিচালক কর্মসূচী, অপরাজেয়-বাংলাদেশ মোঃ ফিরোজ আহমেদ, প্রকল্প সমন্বয়কারী, পিএইচডি কামরুজ্জামান শাওন, আইটি ও যোগাযোগ, আসমানী ফাউন্ডেশন মোঃ শরিফুল ইসলাম, হিসাব ব্যবস্থাপক, অপরাজেয় বাংলাদেশ।
এরপর অনুষ্ঠানে উন্মুক্ত আলোচনা ও প্রশ্নোত্তর পর্বে  অংশ গ্রহণ করেন বক্তারা।

আলোচনায় জানানো হয়,  এই প্রকল্পের মূল উদ্দেশ্য হলো— কিশোর-কিশোরী ও যুবদের নেতৃত্ব বিকাশে সক্ষমতা বৃদ্ধি করা, সিদ্ধান্ত গ্রহণ প্রক্রিয়ায় তাদের অর্থবহ অংশগ্রহণ নিশ্চিত করা এবং একটি নিরাপদ, অন্তর্ভুক্তিমূলক ও অধিকারভিত্তিক সামাজিক পরিবেশ সৃষ্টি করা।
Asmani Foundation, Partners in Health and Development (PHD) এবং Aparajeyo-Bangladesh–এর সহযোগিতায় বাস্তবায়িত এই প্রকল্পটি কুড়িগ্রাম জেলার নাগেশ্বরী ও ভুরুঙ্গামারী উপজেলার নির্বাচিত ৬টি ইউনিয়নে কার্যক্রম পরিচালনা করবে।
সভায় উপস্থিত উপজেলা প্রশাসনের কর্মকর্তারা প্রকল্পটির গুরুত্ব তুলে ধরে বলেন, এই উদ্যোগ স্থানীয় পর্যায়ে কিশোর-কিশোরী ও যুবদের সক্ষমতা বৃদ্ধি এবং ইতিবাচক সামাজিক পরিবর্তনে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে। তাঁরা প্রকল্প বাস্তবায়নে সর্বাত্মক সহযোগিতার আশ্বাস প্রদান করেন।
আলোচনা পর্বে অংশগ্রহণকারীরা প্রকল্প বাস্তবায়ন সংক্রান্ত বিভিন্ন গঠনমূলক পরামর্শ ও মতামত প্রদান করেন, যা ভবিষ্যৎ কার্যক্রম পরিচালনায় সহায়ক হবে বলে আশাবাদ ব্যক্ত করা হয়। অবহিত করন সভায় সার্বিক তত্ত্বাবধানে ছিলেন অপারেজয় বাংলাদেশ এর নাগেশ্বরী উপজেলা কো- অর্ডিনেটর শেখ আমিনা আক্তার।
পরিশেষে, অংশগ্রহণকারীদের মধ্যে সৌহার্দ্যপূর্ণ আলোচনা ও মতবিনিময়ের মধ্য দিয়ে সভার সমাপ্তি ঘোষণা করা হয়।

বিজ্ঞাপন

মন্তব্য

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

error: Content is protected !!