দিনাজপুর প্রতিনিধিঃ
আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে দিনাজপুর-২ (বিরল–বোচাগঞ্জ) আসনে জাতীয় পার্টি (জেপি)’র প্রার্থী অ্যাডভোকেট সুধীর চন্দ্র শীল তার প্রার্থিতা প্রত্যাহার করেছেন।
মঙ্গলবার (২০ জানুয়ারি) প্রার্থিতা প্রত্যাহারের শেষ দিনে তিনি আনুষ্ঠানিকভাবে দিনাজপুর-২ আসনের সংসদ সদস্য প্রার্থী হিসেবে তার প্রার্থিতা প্রত্যাহার করেন।
প্রার্থিতা প্রত্যাহারের বিষয়ে জানতে চাইলে অ্যাডভোকেট সুধীর চন্দ্র শীল বিষয়টি নিশ্চিত করে জানান, তার মা গুরুতর অসুস্থ এবং বর্তমানে শয্যাশায়ী। পাশাপাশি জাতীয় পার্টি (জেপি)’র নেতৃত্বাধীন জাতীয় গণতান্ত্রিক ফ্রন্ট (এনডিএফ)-এর শরীক ১৮ দলের অনেক শীর্ষ নেতা আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে প্রার্থী হিসেবে অংশগ্রহণ করছেন না। এসব বিষয় বিবেচনায় নিয়েই তিনি প্রার্থিতা প্রত্যাহারের সিদ্ধান্ত নিয়েছেন বলে জানান।
তিনি আরও বলেন, ব্যক্তিগত ও রাজনৈতিক বাস্তবতা বিবেচনায় নিয়ে এই সিদ্ধান্ত গ্রহণ করা হয়েছে।
উল্লেখ্য, দিনাজপুর-২ (বিরল–বোচাগঞ্জ) আসনটি উত্তরবঙ্গের একটি গুরুত্বপূর্ণ সংসদীয় আসন হিসেবে পরিচিত। আসন্ন নির্বাচনে এই আসনের রাজনৈতিক পরিস্থিতি প্রার্থিতা প্রত্যাহারের ফলে নতুন করে আলোচনায় এসেছে।
জাতীয় সংসদ নির্বাচন
দিনাজপুর-২ আসনে জাতীয় পার্টির প্রার্থী অ্যাডভোকেট সুধীর চন্দ্র শীলের প্রার্থিতা প্রত্যাহার
প্রকাশ: ২১ জানুয়ারি ২০২৬, ০৭:১৭ অপরাহ্ণ
পড়া হয়েছে: ১৬ বার
বিজ্ঞাপন

Leave a Reply