হোম / কুড়িগ্রাম
কুড়িগ্রাম

তাহসান খান–রোজা আহমেদের বিবাহ বিচ্ছেদের গুঞ্জন, কয়েক মাস ধরে আলাদা থাকার ইঙ্গিত

প্রকাশ: ১১ জানুয়ারি ২০২৬, ০২:০৫ পূর্বাহ্ণ পড়া হয়েছে: ৩৩৭ বার


বিনোদন ডেস্ক :
সংগীতশিল্পী ও অভিনেতা তাহসান খান এবং মেকআপ আর্টিস্ট রোজা আহমেদের দাম্পত্য জীবনে ভাঙনের সম্ভাবনার কথা শোনা যাচ্ছে। বিয়ের এক বছরের মাথায় তাদের বিচ্ছেদের গুঞ্জন নতুন করে আলোচনায় এসেছে। জানা গেছে, গত বছরের জুলাই মাস থেকেই তারা আলাদা থাকছেন।
এ বিষয়ে আজ শনিবার তাহসান খান গণমাধ্যমকে বলেন, “গত কয়েক মাস ধরে আমরা আলাদা থাকছি। বিস্তারিত পরে এক সময় এলে বলব।” তাহসানের এই বক্তব্যে বিচ্ছেদের জল্পনা আরও জোরালো হয়েছে।
উল্লেখ্য, ২০২৫ সালের ৪ জানুয়ারি মেকআপ আর্টিস্ট রোজা আহমেদের সঙ্গে বিবাহবন্ধনে আবদ্ধ হন তাহসান খান। রোজা আহমেদ পেশাগতভাবে একজন সুপরিচিত ব্রাইডাল মেকআপ আর্টিস্ট। তিনি এক দশকেরও বেশি সময় ধরে বাংলাদেশ ও যুক্তরাষ্ট্রে মেকআপ আর্টিস্ট হিসেবে কাজ করে আসছেন। বর্তমানে যুক্তরাষ্ট্রের নিউইয়র্কে তার নিজস্ব একটি মেকআপ প্রতিষ্ঠান রয়েছে।
এর আগে, ২০০৬ সালের ৩ আগস্ট অভিনেত্রী রাফিয়াথ রশিদ মিথিলার সঙ্গে বিবাহবন্ধনে আবদ্ধ হন তাহসান খান। দীর্ঘ ১১ বছরের সেই দাম্পত্য জীবনের ইতি ঘটে ২০১৭ সালে।
তাহসান ও রোজার বিচ্ছেদ নিয়ে এখনো আনুষ্ঠানিক কোনো ঘোষণা না এলেও, তাদের আলাদা থাকার বিষয়টি বিনোদন অঙ্গনে নতুন করে আলোচনা তৈরি করেছে। বিস্তারিত তথ্য জানার অপেক্ষায় রয়েছেন ভক্ত ও শুভানুধ্যায়ীরা।

বিজ্ঞাপন

মন্তব্য

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

error: Content is protected !!