হোম / কুড়িগ্রাম
কুড়িগ্রাম

তানোরে পরিত্যক্ত গভীর গর্তে আটকে শিশু স্বাধীন—উদ্ধারে দফায় দফায় চেষ্টা ফায়ার সার্ভিসের

প্রকাশ: ১১ ডিসেম্বর ২০২৫, ১১:২৮ পূর্বাহ্ণ পড়া হয়েছে: ২৩৫৭৬ বার

নিজস্ব প্রতিবেদকঃ

রাজশাহীর তানোরে গভীর নলকূপের পরিত্যক্ত বোরিং গর্তে পড়ে আটকে থাকা দুই বছর বয়সী শিশু স্বাধীনকে উদ্ধারে টানা চেষ্টা চালিয়ে যাচ্ছে ফায়ার সার্ভিস। বৃহস্পতিবার (১১ ডিসেম্বর) সকালে ফায়ার সার্ভিস জানায়, তিনটি এক্সকাভেটর দিয়ে পাশেই প্রায় ৪০ ফুট গভীর আরেকটি গর্ত খনন করে প্রাথমিক কাজ শেষ করা হয়েছে। এখন মূল গর্ত পর্যন্ত পৌঁছাতে সুড়ঙ্গ তৈরি করে উদ্ধার অভিযান চালানো হচ্ছে।

গতকাল বুধবার দুপুর সাড়ে ১২টার দিকে উপজেলার পাঁচন্দর ইউনিয়নের কোয়েলহাট পূর্বপাড়া গ্রামে এ ঘটনা ঘটে। স্বাধীন তার মায়ের হাত ধরে কেটে নেওয়া ধানের ক্ষেতে হাঁটছিলেন। এক পর্যায়ে হঠাৎ মাটিতে সৃষ্ট গভীর গর্তে পড়ে যায় সে। শিশু স্বাধীন গ্রামের রাকিবের ছেলে; রাকিব ঢাকার একটি জুট মিলে ব্যবস্থাপক হিসেবে কর্মরত।

স্থানীয়রা জানান, গত বছর একটি গভীর নলকূপ বসানোর উদ্দেশ্যে ৩০–৩৫ ফুট গভীর একটি পরীক্ষা গর্ত খনন করেছিলেন একই গ্রামের তাহের নামের এক ব্যক্তি। পরবর্তীতে গর্তটি মাটি দিয়ে ভরাট করা হলেও বর্ষায় মাটি বসে গিয়ে সেখানে নতুন করে গর্ত তৈরি হয়। সেই অরক্ষিত গর্তেই পড়ে যায় শিশু স্বাধীন।

শিশুটির পড়ে যাওয়ার খবর ছড়িয়ে পড়লে পুরো এলাকায় আতঙ্ক ও উৎকণ্ঠা দেখা দেয়। বেলা ৪টার দিক থেকে উদ্ধার অভিযান শুরু হলে ঘটনাস্থলে হাজারো মানুষের ভিড় জমে। ভিড় সামলাতে ও এক্সকাভেটর দিয়ে উদ্ধারকাজ চালাতে প্রশাসনকে বেগ পেতে হয়। সেখানে প্রস্তুত রাখা হয়েছে অ্যাম্বুলেন্সসহ প্রয়োজনীয় জীবনরক্ষাকারী সরঞ্জাম।

ফায়ার সার্ভিসের রাজশাহী বিভাগের সহকারী পরিচালক দিদারুল আলম বলেন, “আমাদের টিম অনুসন্ধান করছে। ৪০ ফুটের মধ্যে শিশুটিকে পাওয়া যায় কিনা—সেটি নিশ্চিত হতে আরও কিছু সময় লাগবে। যদি আরও গভীরে চলে যায়, তাহলে বিকল্প পদ্ধতিতে চেষ্টা করতে হবে।”

তিনি আরও বলেন, মূল গর্তের চার ফুট দূরত্বে টানেল করে শিশুটির অবস্থান জানার চেষ্টা চলছে। তবে গতকাল কোনো সাড়া মেলেনি, আজও পাওয়া যাচ্ছে না। ৩০–৩৫ ফুটের ভেতরে পাওয়া না গেলে স্থানীয় প্রশাসনের অনুমতি সাপেক্ষে অন্য প্রযুক্তিগত পদ্ধতি ব্যবহার করা হতে পারে।

শিশু স্বাধীনকে নিরাপদে উদ্ধারে কর্মকর্তারা নিরলসভাবে কাজ করে যাচ্ছেন—এমন পরিস্থিতিতে পুরো উপজেলা উৎকণ্ঠায় অপেক্ষা করছে একটি আশার বার্তার।

বিজ্ঞাপন

মন্তব্য

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

error: Content is protected !!