খুলনা প্রতিনিধিঃ
খুলনার ডুমুরিয়া উপজেলা প্রশাসনের আয়োজনে উপজেলা আইনশৃঙ্খলা কমিটির মাসিক সভা অনুষ্ঠিত হয়েছে। বুধবার (২১ জানুয়ারি) সকাল ১১টায় ডুমুরিয়া উপজেলা কমপ্লেক্সের সম্প্রসারিত প্রশাসনিক ভবনের সম্মেলন কক্ষে এ সভা অনুষ্ঠিত হয়।
সভায় সভাপতিত্ব করেন ডুমুরিয়া উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) সবিতা সরকার। সভায় বিভিন্ন দপ্তরের কর্মকর্তা, জনপ্রতিনিধি, রাজনৈতিক নেতা, শিক্ষক, মুক্তিযোদ্ধা ও সাংবাদিকরা অংশগ্রহণ করেন।
সভায় বক্তব্য রাখেন উপজেলা সহকারী কমিশনার (ভূমি) অমিত কুমার বিশ্বাস, ডুমুরিয়া থানার অফিসার ইনচার্জ মো. আবুল কালাম, হরিণটানা থানার অফিসার ইনচার্জ শেখ খায়রুল বাসার, উপজেলা প্রাণিসম্পদ কর্মকর্তা মো. আশরাফুল কবির, উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের ইউএসআই কাজল মল্লিক, উপজেলা প্রকৌশলী মো. নূরুল হুদা, উপজেলা নির্বাচন অফিসার মনোরঞ্জন, প্রাথমিক শিক্ষা অফিসার মো. হাবিবুর রহমান, উপজেলা অতিরিক্ত কৃষি অফিসার কৃষিবিদ ইভা রাণী, মহিলা বিষয়ক কর্মকর্তা হাসি রাণী, মাধ্যমিক শিক্ষা অফিসার দিবাশীষ বিশ্বাস, যুব উন্নয়ন কর্মকর্তা এস এম কামরুজ্জামান, সমবায় কর্মকর্তা সরদার জাহিদুর রহমান, ডুমুরিয়া প্রেসক্লাবের সাধারণ সম্পাদক শেখ মাহতাব হোসেন, উপজেলা পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. ফেরদৌসী, উপজেলা সমাজসেবা কর্মকর্তা মনোজ কান্তি, উপজেলা ফায়ার সার্ভিস স্টেশন কর্মকর্তা মো. আব্দুস সাত্তার, উপজেলা ইন্সপেক্টর মো. মোসলেম আলী, জনস্বাস্থ্য প্রকৌশলী শাহাঙ্গীর আলম, খাদ্য নিয়ন্ত্রক কর্মকর্তা সুলতানা খানমসহ অনেকে।
এছাড়াও সভায় উপস্থিত ছিলেন উপজেলা চেয়ারম্যান জহুরুল হক, হুমায়ূন কবির বুলু, সাবেক উপজেলা চেয়ারম্যান জি এম আমানুল্লাহ, মুক্তিযোদ্ধা মো. নূরুন নবী, শিক্ষিকা সাবিনা ইয়াসমিন, ইউপি সদস্য মো. শরিফুল ইসলাম, জামায়াতে ইসলামীর উপজেলা আমির মাওলানা মুখতার হোসেন, শিক্ষক আইয়ুব হুসাইন, ডুমুরিয়া মহিলা স্মৃতি মহাবিদ্যালয়ের সহকারী অধ্যক্ষ আব্দুল হালিম ঢালী প্রমুখ।
সভায় চেয়ারম্যানবৃন্দ ও জনপ্রতিনিধিরা অভিযোগ করে বলেন, ডুমুরিয়া উপজেলার গুটুদিয়া ও ধামালিয়া ইউনিয়নে আইনশৃঙ্খলা পরিস্থিতির চরম অবনতি ঘটেছে। চুরি, ছিনতাই, সন্ত্রাসী কর্মকাণ্ড ও বিভিন্ন অপরাধমূলক তৎপরতা বেড়ে যাওয়ায় সাধারণ মানুষ আতঙ্কের মধ্যে দিন কাটাচ্ছে।
সভায় বক্তারা আইনশৃঙ্খলা পরিস্থিতির উন্নয়নে পুলিশি তৎপরতা জোরদার, নিয়মিত টহল বৃদ্ধি, মাদক ও সন্ত্রাস দমনে সমন্বিত উদ্যোগ গ্রহণের ওপর গুরুত্বারোপ করেন। উপজেলা নির্বাহী অফিসার সবিতা সরকার সংশ্লিষ্ট দপ্তরগুলোকে সমন্বয়ের মাধ্যমে দ্রুত কার্যকর পদক্ষেপ গ্রহণের নির্দেশ দেন এবং জনগণের নিরাপত্তা নিশ্চিত করতে প্রশাসনের পক্ষ থেকে সর্বাত্মক চেষ্টা অব্যাহত থাকবে বলে আশ্বাস দেন।
খুলনা
ডুমুরিয়ায় উপজেলা আইনশৃঙ্খলা কমিটির মাসিক সভা: গুটুদিয়া ও ধামালিয়ায় আইনশৃঙ্খলার চরম অবনতির অভিযোগ
প্রকাশ: ২১ জানুয়ারি ২০২৬, ০৭:৩৮ অপরাহ্ণ
পড়া হয়েছে: ৭৪ বার
বিজ্ঞাপন

Leave a Reply