নীলফামারী প্রতিনিধি
নীলফামারীর ডোমার উপজেলার ১নং ভোগডাবুড়ী ইউনিয়নের চিলাহাটি ডিভাইন স্কুলের উদ্যোগে ফ্রী মেডিকেল ক্যাম্প অনুষ্ঠিত হয়েছে।
সোমবার ১৯ জানুয়ারি সকাল ১০টা থেকে শুরু করে বিকাল ৪টা পর্যন্ত ডিভাইন স্কুল ক্যাম্পাস মাঠে এই ফ্রী মেডিকেল ক্যাম্পের আয়োজন করা হয়।
উক্ত ফ্রী মেডিকেল ক্যাম্পে রোগী দেখার পাশাপাশি এলাকার মানুষের চিকিৎসা সেবা প্রদান করবেন অর্থোপেডিক বিশেষজ্ঞ ও সার্জন ডাঃ আবু হাসনাত সরকার। এমবিবিএস (ডিইউ), ডি-অর্থো ঢাকা মেডিকেল কলেজ, ল্যাবএইড স্পেশালাইজড হাসপাতাল, ধানমন্ডি।
ডিভাইন স্কুলের উদ্যোগে এলাকার প্রায় ৩ শতাধিক পুরুষ এবং মহিলাদের এই ফ্রী মেডিকেল ক্যাম্পে হাঁটু ব্যথা, কোমর ব্যথা, ঘাড় ব্যথা, জয়েন্টের সমস্যা, হাড় ভাঙা এবং যারা দীর্ঘদিন ধরে ব্যাক পেইনে ভুগছেন সেই সব রোগীদের চিকিৎসা প্রদান করা হয়।

Leave a Reply