হোম / কুড়িগ্রাম
কুড়িগ্রাম

জেলা শ্রেষ্ঠ নারী নির্বাচিত ভুরুঙ্গামারীর আছমা খাতুন

প্রকাশ: ১২ ডিসেম্বর ২০২৫, ১২:৩১ পূর্বাহ্ণ পড়া হয়েছে: ৪৯২০ বার
জেলা শ্রেষ্ঠ নারী নির্বাচিত ভুরুঙ্গামারীর আছমা খাতুন

শফিকুল ইসলাম শফি, স্টাফ রিপোর্টারঃ

কুড়িগ্রাম জেলা প্রশাসন ও মহিলা বিষয়ক অধিদপ্তরের উদ্যোগে আন্তর্জাতিক নারী নির্যাতন প্রতিরোধ পক্ষ ও বেগম রোকেয়া দিবস উপলক্ষে আলোচনা সভা, র‍্যালি ও সম্মাননা ক্রেস্ট প্রদান অনুষ্ঠিত হয়েছে। অনুষ্ঠানে সমাজ উন্নয়ন, সংস্কৃতি চর্চা ও নারীর অগ্রযাত্রায় বিশেষ অবদান রাখায় ভুরুঙ্গামারী উপজেলার গছিডাঙ্গা পাটেশ্বরী গ্রামের আছমা খাতুনকে জেলা শ্রেষ্ঠ নারী হিসেবে সম্মাননা দেওয়া হয়।

নাট্যকার, সমাজসেবী, বাংলাদেশ বেতার রংপুর কেন্দ্রের তালিকাভুক্ত শিল্পী ও উত্তরবঙ্গের ভাওয়াইয়া সংস্কৃতির অন্যতম ধারক- বাহক আছমা খাতুন দীর্ঘদিন ধরে বিভিন্ন সামাজিক ও সাংস্কৃতিক কর্মকাণ্ডে অনবদ্য ভূমিকা রেখে আসছেন। তাঁর এ স্বীকৃতি পাওয়ায় শিক্ষক, সাংবাদিক, শিল্পীসহ স্থানীয় সুধীসমাজ আন্তরিক অভিনন্দন ও শুভেচ্ছা জানিয়েছেন।

জেলা প্রশাসনের এ সম্মাননা অর্জন আছমা খাতুনের সমাজ উন্নয়নমূলক কাজের প্রতি উৎসর্গ ও নিষ্ঠার আরো দৃঢ়তা যোগাবে বলে মন্তব্য করেছেন সংশ্লিষ্টরা।

বিজ্ঞাপন

মন্তব্য

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

error: Content is protected !!