হোম / জাতীয়
জাতীয়

চিলমারীতে শিক্ষার্থীদের মুখে হাসি, বন্ধ মিড-ডে মিল আবারও চালু: প্রথম দিনেই মিলল ডিম-রুটি

প্রকাশ: ২৯ ডিসেম্বর ২০২৫, ১২:৩৭ অপরাহ্ণ পড়া হয়েছে: ৬৯৯১ বার


আনোয়ারুল ইসলাম জুয়েল, চিলমারী (কুড়িগ্রাম) প্রতিনিধিঃ
দীর্ঘদিন বন্ধ থাকার পর কুড়িগ্রামের চিলমারী উপজেলায় প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষার্থীদের জন্য খাদ্য সরবরাহ কার্যক্রম (ফিডিং প্রোগ্রাম) গতকাল রবিবার থেকে আনুষ্ঠানিকভাবে পুনরায় চালু করা হয়েছে। ‘মিড-ডে মিল’ নামে নতুন করে চালু হওয়া এই কর্মসূচির ফলে কোমলমতি শিক্ষার্থী ও তাদের অভিভাবকদের মধ্যে ব্যাপক উৎসাহ-উদ্দীপনা এবং আনন্দ বিরাজ করছে। উপজেলার ৯৩টি শিক্ষা প্রতিষ্ঠানের মধ্যে থানাহাট ২ নং সরকারী প্রাথমিক বিদ্যালয়ে এই কর্মসূচির শুভ উদ্বোধন করেন চিলমারী উপজেলা নির্বাহী অফিসার সবুজ কুমার বসাক। এসময় উপস্থিত ছিলেন উপজেলা শিক্ষা অফিসার কামরুজ্জামান, থানাহাট পাইলট বালিকা বিদ্যালয়ের প্রধান শিক্ষক তৈয়ব আলী, এবং থানাহাট ২ নং সরকারী প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক রতন মিয়া সহ সংশ্লিষ্ট ব্যক্তিবর্গ। সরবরাহকারী সংস্থা স্থানীয়ভাবে উদ্যোক্তা তৈরির মাধ্যমে এই গুরুত্বপূর্ণ প্রোগ্রামটি শুরু করেছে বলে জানা গেছে।


কর্মসূচির প্রথম দিনেই শিক্ষার্থীরা প্রত্যেকে একটি করে ডিম ও বোনরুটি পাওয়ায় তারা অত্যন্ত আনন্দিত। পুষ্টিকর খাবার পেয়ে কোমলমতি ছাত্র-ছাত্রীদের মুখে হাসি ফুটে ওঠে। চিলমারী উপজেলা নির্বাহী অফিসার সবুজ কুমার বসাক বলেন, এই কর্মসূচি শিশুদের শারীরিক ও মানসিক বিকাশে সহায়ক হবে এবং এর মাধ্যমে বিদ্যালয়ে উপস্থিতি বৃদ্ধি পাবে। অভিভাবকদের বিশ্বাস, মিড-ডে মিল চালুর ফলে শিশুরা বিদ্যালয়ে আসতে আরও বেশি আগ্রহী হবে এবং এটি শিক্ষার্থীদের ঝরে পড়ার হার কমাতেও ইতিবাচক ভূমিকা রাখবে।

বিজ্ঞাপন

মন্তব্য

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

error: Content is protected !!