হোম / অপরাধ
অপরাধ

চট্টগ্রামে আইনজীবী আলিফ হত্যা মামলা: ১৯ জানুয়ারি চার্জ গঠন

প্রকাশ: ১৫ জানুয়ারি ২০২৬, ১২:২৮ পূর্বাহ্ণ পড়া হয়েছে: ২৬ বার


চট্টগ্রাম প্রতিনিধি:
চট্টগ্রাম আদালতে আলোচিত আইনজীবী সাইফুল ইসলাম আলিফ হত্যা মামলায় চার্জ গঠনের জন্য আগামী ১৯ জানুয়ারি তারিখ নির্ধারণ করেছেন আদালত।
বুধবার (১৪ জানুয়ারি) বিকেলে চট্টগ্রাম আদালতের দ্রুত বিচার ট্রাইব্যুনালের বিচারক জাহিদুল হক এ আদেশ দেন।
শুনানিকালে মামলার ২২ জন আসামিকে আদালতে হাজির করা হলেও ইসকনের সাবেক নেতা চিন্ময় কৃষ্ণকে হাজির করা হয়নি। সার্বিক নিরাপত্তার স্বার্থে তাকে আদালতে আনা হয়নি বলে আসামিপক্ষের আইনজীবীরা আদালতকে অবহিত করেন।
এ সময় আসামিপক্ষ অভিযোগ করে বলেন, মামলার বিচার কার্যক্রম পরিচালনার জন্য তারা আইনজীবী নিয়োগে বাধার সম্মুখীন হচ্ছেন। তাদের পক্ষে মামলা নিতে কেউ আগ্রহ দেখাচ্ছেন না। এ প্রেক্ষিতে বিচারক প্রয়োজনে রাষ্ট্রপক্ষ থেকে আসামিদের জন্য আইনজীবী নিয়োগ দেওয়ার আশ্বাস দেন।
শুনানি শেষে আদালত আগামী ১৯ জানুয়ারি চিন্ময় কৃষ্ণকে আদালতে হাজির করার নির্দেশ দেন এবং একই দিনে মামলার চার্জ গঠনের আদেশ দেন।
উল্লেখ্য, গত বছরের ২৬ নভেম্বর রাষ্ট্রদ্রোহ মামলায় ইসকনের সাবেক নেতা চিন্ময় কৃষ্ণকে আদালতে হাজির করা হলে তার অনুসারীদের সঙ্গে আইনশৃঙ্খলা বাহিনীর ব্যাপক সংঘর্ষের ঘটনা ঘটে। ওই সময় চট্টগ্রাম আদালত প্রাঙ্গণে ধারালো অস্ত্রের আঘাতে আইনজীবী সাইফুল ইসলাম আলিফ নিহত হন।
এ ঘটনায় দায়ের করা হত্যা মামলায় ৩৯ জনকে আসামি করে ইতোমধ্যে পুলিশ আদালতে চার্জশিট দাখিল করেছে।

বিজ্ঞাপন

মন্তব্য

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

error: Content is protected !!