হোম / অপরাধ
অপরাধ

চট্টগ্রামে অভিযানে সন্ত্রাসীদের গুলিতে র‍্যাব কর্মকর্তা নিহত, আহত একাধিক সদস্য

প্রকাশ: ১৯ জানুয়ারি ২০২৬, ১০:৫১ অপরাহ্ণ পড়া হয়েছে: বার


নিউজ ডেস্কঃ
চট্টগ্রামে বিশেষ অভিযানের সময় সন্ত্রাসীদের গুলিতে র‍্যাপিড অ্যাকশন ব্যাটালিয়নের (র‍্যাব) এক কর্মকর্তা নিহত হয়েছেন। এ ঘটনায় আরও কয়েকজন র‍্যাব সদস্য আহত হয়েছেন এবং তাদের চট্টগ্রাম সম্মিলিত সামরিক হাসপাতাল (সিএমএইচ)-এ ভর্তি করা হয়েছে।
সোমবার (১৯ জানুয়ারি) বিকেলে চট্টগ্রাম জেলার সীতাকুণ্ড উপজেলার সলিমপুর ইউনিয়নের জঙ্গল সলিমপুর এলাকায় এই ঘটনা ঘটে। ঘটনায় সঙ্কটে থাকা এলাকায় পুলিশ ও র‍্যাবের অতিরিক্ত ফোর্স মোতায়েন করা হয়েছে।
নিহত র‍্যাব কর্মকর্তার নাম মোতালেব। তিনি ডেপুটি অ্যাসিস্ট্যান্ট ডিরেক্টর (ডিএডি) পদমর্যাদায় র‍্যাবের পতেঙ্গা ব্যাটালিয়নে কর্মরত ছিলেন।
র‍্যাব সূত্র জানায়, বিকেলে পতেঙ্গা ব্যাটালিয়নের একটি দল জঙ্গল সলিমপুর এলাকায় অভিযান পরিচালনা করছিল। এ সময় সেখানে অবস্থানরত সন্ত্রাসীরা র‍্যাব সদস্যদের ওপর আকস্মিক হামলা চালায়। হামলায় গুলিবিদ্ধ হয়ে গুরুতর আহত হন ডিএডি মোতালেব। দ্রুত উদ্ধার করে তাকে চট্টগ্রাম মেডিক্যাল কলেজ হাসপাতালে নেওয়া হলে চিকিৎসাধীন অবস্থায় তিনি মারা যান।
স্থানীয় সূত্র জানায়, জঙ্গল সলিমপুর এলাকায় গত চার দশকেরও বেশি সময় ধরে সরকারি পাহাড় ও খাস জমি দখল করে কয়েক হাজার অবৈধ বসতি গড়ে উঠেছে। দুর্গম পাহাড়ি এলাকা হওয়ায় এটি দীর্ঘদিন ধরে পাহাড়খেকো, ভূমিদস্যু ও সশস্ত্র সন্ত্রাসীদের নিরাপদ আশ্রয়স্থল হিসেবে পরিচিত। এলাকাটি সশস্ত্র পাহারার মাধ্যমে নিয়ন্ত্রিত হয় এবং বহিরাগতদের প্রবেশ কার্যত নিষিদ্ধ।
এ ঘটনায় এলাকায় চরম উত্তেজনা বিরাজ করছে। আইনশৃঙ্খলা বাহিনী পরিস্থিতি নিয়ন্ত্রণে রাখতে এবং অভিযানের সঙ্গে সম্পর্কিত তদন্ত কার্যক্রম জোরদার করেছে।

বিজ্ঞাপন

মন্তব্য

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

error: Content is protected !!