চট্টগ্রাম প্রতিনিধিঃ
চট্টগ্রামের মীরসরাই উচট্টগ্রামের মীরসরাইয়ে বিএসআরএম কারখানায় স্লাগ বিস্ফোরণ, আহত ৭পজেলার জোরারগঞ্জ ইউনিয়নের সোনাপাহাড় এলাকায় অবস্থিত বিএসআরএম কারখানায় স্লাগ বিস্ফোরণের ঘটনায় সাতজন শ্রমিক আহত হয়েছেন। আহতদের মধ্যে একজনের অবস্থা গুরুতর হওয়ায় তাকে চট্টগ্রাম মেডিক্যাল কলেজ (চমেক) হাসপাতালে পাঠানো হয়েছে।
মঙ্গলবার (২০ জানুয়ারি) বিকাল আনুমানিক ৫টার দিকে বিএসআরএম কারখানার স্টিল-২ সেকশনে এ দুর্ঘটনা ঘটে।
আহত শ্রমিকরা হলেন—আব্দুল হামিদ (২৮), ইসমাইল (৪০), ফয়সাল (২৯), সাকিব (১৯), শহিদুল (২৬), সাইফা (১৯) ও আরমান (২৯)। তাদের মধ্যে আব্দুল হামিদের শ্বাসকষ্ট গুরুতর আকার ধারণ করলে উন্নত চিকিৎসার জন্য তাকে চমেক হাসপাতালে পাঠানো হয়।
শ্রমিক ও উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স সূত্রে জানা যায়, স্টিল মিল-২ সেকশনে কাজ চলাকালে হঠাৎ একটি ময়লার স্লাগ বিস্ফোরিত হলে অতিরিক্ত ডাস্ট ছড়িয়ে পড়ে। এতে শ্রমিকদের চোখে-মুখে ময়লা ঢুকে শ্বাসকষ্টজনিত সমস্যা দেখা দেয়। আহতদের তাৎক্ষণিকভাবে উদ্ধার করে মীরসরাই উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেওয়া হয়। প্রাথমিক চিকিৎসা শেষে ছয়জন শ্রমিককে ছেড়ে দেওয়া হয়েছে।
আহত শ্রমিকদের সহকর্মী সাইদুর ও শিপন জানান, বিকেলের শিফটে কাজ করার সময় হঠাৎ স্লাগ বিস্ফোরণের ফলে ডাস্ট ছড়িয়ে পড়ে এবং সাতজন শ্রমিক শ্বাসকষ্টে আক্রান্ত হন।
এ বিষয়ে বিএসআরএম সোনাপাহাড় কারখানার প্রশাসনিক ম্যানেজার দেলোয়ার হোসেন মোল্লা বলেন, কারখানার দুই নম্বর গেট এলাকায় একটি ময়লার স্লাগে সামান্য আগুন ধরে যায়। তবে বড় ধরনের কোনো বিস্ফোরণ বা অগ্নিকাণ্ড ঘটেনি। কারখানার নিজস্ব ব্যবস্থাপনায় দ্রুত আগুন নিয়ন্ত্রণে আনা হয়।
মীরসরাই উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের কর্তব্যরত চিকিৎসক জুবায়ের হোসেন তারেক বলেন, চোখে-মুখে ময়লা ঢুকে যাওয়ায় একজন শ্রমিকের অ্যাজমাজনিত সমস্যা দেখা দেয়। তাকে উন্নত চিকিৎসার জন্য চট্টগ্রাম মেডিক্যাল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে।
বারইয়ারহাট ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স স্টেশনের ইনচার্জ জয়নাল আবেদীন তিতাস জানান, খবর পেয়ে তাদের ইউনিট ঘটনাস্থলের উদ্দেশে রওনা হয়েছিল। তবে পৌঁছানোর আগেই কারখানার নিজস্ব অগ্নিনির্বাপন ও উদ্ধার টিম পরিস্থিতি সম্পূর্ণ নিয়ন্ত্রণে নিয়ে আসে।
চট্টগ্রাম
চট্টগ্রামের মীরসরাইয়ে বিএসআরএম কারখানায় স্লাগ বিস্ফোরণ, আহত ৭
প্রকাশ: ২১ জানুয়ারি ২০২৬, ০৭:০৯ অপরাহ্ণ
পড়া হয়েছে: ২৫ বার
বিজ্ঞাপন

Leave a Reply