হোম / জাতীয়
জাতীয়

গুলিবিদ্ধ হয়ে সিঙ্গাপুরে চিকিৎসাধীন অবস্থায় ইনকিলাব মঞ্চের আহ্বায়ক শরিফ ওসমান হাদির মৃত্যু

প্রকাশ: ১৮ ডিসেম্বর ২০২৫, ১০:১৯ অপরাহ্ণ পড়া হয়েছে: ৪৪৩ বার

নিজস্ব প্রতিবেদকঃ
ইনকিলাব মঞ্চের আহ্বায়ক শরিফ ওসমান হাদি আর নেই (ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)। বৃহস্পতিবার (১৮ ডিসেম্বর) সিঙ্গাপুরের একটি হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তিনি শেষ নিশ্বাস ত্যাগ করেন।

বৃহস্পতিবার রাত পৌনে ১০টায় ওসমান হাদির অফিসিয়াল ফেসবুক পেজে দেওয়া এক পোস্টে তার মৃত্যুর বিষয়টি নিশ্চিত করা হয়। পোস্টে বলা হয়, ‘ভারতীয় আধিপত্যবাদের মোকাবিলায় মহান বিপ্লবী ওসমান হাদিকে আল্লাহ শহীদ হিসেবে কবুল করেছেন।’

জুলাই অভ্যুত্থান ও আওয়ামী লীগ নিষিদ্ধের আন্দোলনের মাধ্যমে রাজনৈতিক অঙ্গনে পরিচিতি পাওয়া শরিফ ওসমান হাদি ত্রয়োদশ সংসদ নির্বাচনে ঢাকা-৮ আসন থেকে স্বতন্ত্র প্রার্থী হওয়ার ঘোষণা দিয়েছিলেন। এরই ধারাবাহিকতায় গত শুক্রবার (১২ ডিসেম্বর) গণসংযোগের উদ্দেশ্যে রাজধানীর বিজয়নগর এলাকায় গেলে তিনি সন্ত্রাসী হামলার শিকার হন। চলন্ত রিকশায় থাকা অবস্থায় একটি মোটরসাইকেল থেকে তাকে লক্ষ্য করে গুলি ছোড়া হয়। গুলিটি তার মাথায় লাগে।

গুরুতর আহত অবস্থায় তাকে দ্রুত ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়া হয়। সেখানে অস্ত্রোপচার শেষে রাতেই তাকে ঢাকার এভারকেয়ার হাসপাতালে স্থানান্তর করা হয়। চিকিৎসকরা তখন তার অবস্থা ‘অত্যন্ত আশঙ্কাজনক’ বলে জানান। পরবর্তীতে উন্নত চিকিৎসার জন্য সোমবার দুপুরে এয়ার অ্যাম্বুলেন্সে করে তাকে সিঙ্গাপুরে নেওয়া হয়।

এর আগে বৃহস্পতিবার বিকেলে ইনকিলাব মঞ্চের পক্ষ থেকে জানানো হয়েছিল, শরিফ ওসমান হাদি জীবন-মৃত্যুর সন্ধিক্ষণে রয়েছেন এবং পরিবারের সম্মতিতে সিঙ্গাপুরেই তার অস্ত্রোপচারের প্রস্তুতি নেওয়া হয়েছে। তবে শেষ পর্যন্ত সব প্রচেষ্টা ব্যর্থ করে দিয়ে না ফেরার দেশে চলে গেলেন এই রাজনৈতিক সংগঠক।

তার মৃত্যুতে রাজনৈতিক অঙ্গনে শোকের ছায়া নেমে এসেছে। বিভিন্ন মহল থেকে তার রুহের মাগফিরাত কামনা ও শোকসন্তপ্ত পরিবারের প্রতি সমবেদনা জানানো হচ্ছে।

বিজ্ঞাপন

মন্তব্য

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

error: Content is protected !!