লালমনিরহাট প্রতিনিধি
লালমনিরহাট জেলার পাটগ্রাম উপজেলার সীমান্তে গরু পারাপারকারীকে ধাওয়া দিয়ে সীমানা পেরিয়ে এক বাংলাদেশির বাড়িতে আশ্রয় নেয় ভারতীয় সীমান্ত রক্ষী বাহিনীর ( বিএসএফ) এক সদস্য। পরে খবর পেয়ে অনুপ্রবেশের দায়ে ওই বিএসএফ সদস্যকে আটক করে ক্যাম্পে নিয়ে আসে ৫১ ব্যাটালিয়ন বিজিবি সদস্যরা। রোববার (২১ ডিসেম্বর) ভোর রাতে দেশের বহুল আলোচিত দহগ্রাম-আঙ্গরপোতা সীমান্ত এলাকার বিওপি এর দায়িত্বপূর্ণ পিলার ডিএএমপি ১/৭ এস এর নিকট ডাঙ্গাপাড়া নামক স্থানে এঘটনা ঘটে। আটক বিএসএফ সদস্যের নাম কনস্টেবল বেদ প্রকাশ। তিনি ভারতীয় অর্জুনআাড়ি ক্যাম্পের বিএসএফ সদস্য। আটককৃত বিএসএফ সদস্যের নিকট ০১টি শর্টগান ও ২ রাউন্ড গুলি,০১ টি ওয়ারলেস সেট এবং একটি এন্ড্রয়েড ফোন পাওয়া যায় বলে জানিয়েছেন বিজিবি।
সীমান্ত এলাকার বাসিন্দারা জানান, ভারত ও বাংলাদেশ যৌথ একটি গরু পারাপারকারীদের দল ওই সীমান্ত এলাকায় জড়োহলে অর্জুনবাড়ি ক্যাম্পের বিএসএফ সদস্যরা তাদের তাড়া করে দৌড়াতে থাকে। একপর্যায়ে তারা বাংলাদেশের প্রায় ৩শত গজ অভ্যন্তরে বাংলাদেশের একব্যক্তির বাড়িতে প্রবেশ করলে টহলরত বিজিবি দল তাকে ধরে নিয়ে আসে। বর্তমানে আটক ওই ভারতীয় বিএসএফ সদস্য দহগ্রাম ৫১ বিজিবি ব্যাটালিয়নের অধীনে রয়েছেন।
দহগ্রাম ইউনিয়নের বাসিন্দা রেজানুর রহমান রেজা বলেন, ‘দহগ্রাম ভারত বেষ্টিত হওয়ার কারনে বিএসএফ সদস্যরা মাখে মধ্যে বাংলাদেশে প্রবেশ করে। এর আগেও ২০১৪ সালের নতুন চুক্তির দোহাই দিয়ে নোম্যান্সল্যান্ডে কাটাতারের বেড়ায় উস্কানীমূলকভাবে বড়বড় মদের বোতল ঝুলিয়ে রেখেছিলো।’
৫১ বিজিবি ব্যাটালিয়ন সেক্টর কমান্ডার লে.কর্নেল সেলিম আল দীন বলেন, ‘বিএসএফ এর উচ্চ পদস্থদের সাথে যোগাযোগ চলছে বিস্তারিত আপনাদেরকে পরে জানানো সম্ভব হবে।’

Leave a Reply