হোম / খুলনা
খুলনা

খুলনা প্রেসক্লাবের সঙ্গে ইইউ নির্বাচন পর্যবেক্ষক দলের সৌজন্য সাক্ষাৎ

প্রকাশ: ২২ জানুয়ারি ২০২৬, ১২:১৫ পূর্বাহ্ণ পড়া হয়েছে: ১২৭ বার


খুলনা প্রতিনিধিঃ
খুলনায় সফররত ইউরোপীয় ইউনিয়নের (ইইউ) নির্বাচন পর্যবেক্ষণ মিশনের একটি প্রতিনিধি দল আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে খুলনা প্রেসক্লাবের নেতৃবৃন্দের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেছেন।
বুধবার সন্ধ্যায় খুলনা প্রেসক্লাব মিলনায়তনে অনুষ্ঠিত এ সাক্ষাতে প্রেসক্লাবের পক্ষ থেকে ইইউ প্রতিনিধি দলকে স্বাগত জানান আহ্বায়ক এনামুল হক ও সদস্য সচিব রফিউল ইসলাম টুটুল। এ সময় প্রেসক্লাবের অন্যান্য সাংবাদিক নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।
ইইউ প্রতিনিধি দলে ছিলেন নির্বাচন পর্যবেক্ষণ মিশনের সোশ্যাল মিডিয়া এনালিস্ট ভয়েনা ম্যাডেলিনা, মিডিয়া এনালিস্ট অ্যাগনেস ডোকা, লিয়াজোঁ অফিসার গেরট বিন্ডার, দীর্ঘমেয়াদি পর্যবেক্ষক এলিনা সিমোনা ও রিকার্ডো রামোস্কা।
সাক্ষাৎকালে খুলনা প্রেসক্লাবের নির্বাহী সদস্য মো. মিজানুর রহমান মিলটন, ক্লাব সদস্য মোস্তফা জামাল পপলু, মেট্রোপলিটন সাংবাদিক ইউনিয়ন খুলনার সভাপতি মো. রাশিদুল ইসলাম ও সাধারণ সম্পাদক আব্দুর রাজ্জাক রানা এবং প্রেসক্লাবের সিনিয়র সদস্য মো. এরশাদ আলী উপস্থিত ছিলেন।
সৌজন্য সাক্ষাৎকালে আসন্ন জাতীয় সংসদ নির্বাচন, নির্বাচনকালীন পরিবেশ, গণমাধ্যমের দায়িত্ব ও ভূমিকা এবং ইইউর নির্বাচন পর্যবেক্ষণ কার্যক্রম নিয়ে পারস্পরিক মতবিনিময় হয়। প্রতিনিধি দলটি অবাধ, সুষ্ঠু ও গ্রহণযোগ্য নির্বাচন নিশ্চিত করতে গণমাধ্যমের পেশাদার ভূমিকার গুরুত্ব তুলে ধরে এবং স্থানীয় সাংবাদিকদের মতামত মনোযোগসহকারে শোনে।
এ সময় খুলনা প্রেসক্লাব নেতৃবৃন্দ গণমাধ্যমের স্বাধীনতা, নিরাপদ কর্মপরিবেশ ও তথ্যপ্রাপ্তির বিষয়ে নিজেদের প্রত্যাশা তুলে ধরেন। সাক্ষাৎটি সৌহার্দ্যপূর্ণ পরিবেশে অনুষ্ঠিত হয়।

বিজ্ঞাপন

মন্তব্য

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

error: Content is protected !!