হোম / কুড়িগ্রাম
কুড়িগ্রাম

খুবিতে বেল্টা ন্যাশনাল কনফারেন্স: শিক্ষার্থী-কেন্দ্রিক শিক্ষণ-পদ্ধতিতে জোর

প্রকাশ: ১০ জানুয়ারি ২০২৬, ০২:৫৮ অপরাহ্ণ পড়া হয়েছে: ৩২৫ বার


খুলনা প্রতিনিধিঃ
খুলনা বিশ্ববিদ্যালয়ে (খুবি) ‘Pedagogic Innovations for Reformation and Resilience’ শীর্ষক বেল্টা ন্যাশনাল কনফারেন্স-২০২৬ অনুষ্ঠিত হয়েছে। বিশ্ববিদ্যালয়ের ইংরেজি ডিসিপ্লিন ও বাংলাদেশ ইংলিশ ল্যাঙ্গুয়েজ টিচার্স অ্যাসোসিয়েশন (বেল্টা)-এর যৌথ আয়োজনে দিনব্যাপী এ সম্মেলন অনুষ্ঠিত হয়।
শনিবার (১০ জানুয়ারি) সকালে খুলনা বিশ্ববিদ্যালয়ের সাংবাদিক লিয়াকত আলী মিলনায়তনে অনুষ্ঠিত উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথি উপাচার্য প্রফেসর ড. মোঃ রেজাউল করিম বলেন, বর্তমান শিক্ষা ব্যবস্থা দ্রুত পরিবর্তিত হচ্ছে। শিক্ষার্থীদের প্রত্যাশা ও শেখার ধরন পরিবর্তনের সঙ্গে প্রযুক্তি এখন শ্রেণিকক্ষের অপরিহার্য অংশ। তাই শিক্ষকদের নতুন, নমনীয় ও কার্যকর শিক্ষণ-পদ্ধতি গ্রহণ করা জরুরি।
উপাচার্য আরও বলেন, পেডাগজিক্যাল উদ্ভাবন শুধুমাত্র প্রযুক্তির ব্যবহারেই সীমাবদ্ধ নয়; শিক্ষার্থীদের সক্রিয় অংশগ্রহণ নিশ্চিত করা এবং বাস্তব জীবনে ভাষা প্রয়োগে দক্ষতা অর্জন করানোই এর মূল লক্ষ্য। তিনি শিক্ষায় রেজিলিয়েন্স বা সহনশীলতার গুরুত্বও তুলে ধরেন, যা সংকটময় সময়েও শিক্ষা কার্যক্রমকে সচল রাখতে সহায়ক।
বিশ্ববিদ্যালয়ের ট্রেজারার প্রফেসর ড. মোঃ নূরুন্নবী বলেন, সময়োপযোগী শিক্ষাব্যবস্থা গড়ে তুলতে শিক্ষক ও গবেষকদের ভূমিকা অত্যন্ত গুরুত্বপূর্ণ। তিনি শিক্ষা সংস্কার ও স্থিতিশীলতার জন্য গবেষণাভিত্তিক পেডাগজিক্যাল ইনোভেশন এর ওপর গুরুত্বারোপ করেন।
ইংরেজি ডিসিপ্লিনের প্রধান প্রফেসর ড. আব্দুর রহমান শাহীনের সভাপতিত্বে উদ্বোধনী অনুষ্ঠানে বক্তব্য দেন কনফারেন্সের কী-নোট স্পিকার ও বেল্টার প্রেসিডেন্ট, ঢাকা বিশ্ববিদ্যালয়ের ইংরেজি বিভাগের প্রফেসর আহমেদ বশির, কলা ও মানবিক স্কুলের ডিন প্রফেসর ড. মোঃ শাহজাহান কবীর, কনভেনর ড. মোঃ মহিব উল্লাহ এবং কো-কনভেনর প্রফেসর মোঃ সামিউল হক।
উদ্বোধনী পর্ব শেষে ব্র্যাক ইউনিভার্সিটির ব্র্যাক ইনস্টিটিউট অব ল্যাঙ্গুয়েজেসের পরিচালক প্রফেসর ড. শায়লা সুলতানা কী-নোট সেশনে শিক্ষায় প্রযুক্তির ব্যবহার, শিক্ষার্থী-কেন্দ্রিক পদ্ধতি এবং ভাষা শিক্ষার বৈশ্বিক চ্যালেঞ্জ ও সম্ভাবনা নিয়ে আলোচনা করেন।
সম্মেলনের বিভিন্ন পর্বে চারটি প্যারালাল সেশনে শতাধিক গবেষণা প্রবন্ধ উপস্থাপন করা হয়। এসব সেশনে ইংরেজি ভাষা শিক্ষার নানা দিক নিয়ে একাডেমিক আলোচনা হয়।
সম্মেলন সঞ্চালনা করেন ইংরেজি ডিসিপ্লিনের প্রভাষক তুশমিত মেহেরুবা আঁকা ও প্রভাষক আফসানা কবির প্রীতি। সম্মেলনে দেশ-বিদেশের বিভিন্ন বিশ্ববিদ্যালয় ও শিক্ষাপ্রতিষ্ঠান থেকে প্রায় তিনশ শিক্ষক, গবেষক ও শিক্ষার্থী অংশগ্রহণ করেন।

বিজ্ঞাপন

মন্তব্য

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

error: Content is protected !!